দেশ বিদেশ

ছত্তিশগড়ের সুকমার জঙ্গল থেকে উদ্ধার ১৭ জওয়ানের মৃতদেহ

কলকাতা প্রতিনিধি

২০২০-০৩-২৪

ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে শনিবার মাওবাদীদের খোঁজে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা অভিযান চালিয়েছিল। অভিযান শেষে বেশ কয়েকজন জওয়ান নিখোঁজ ছিলেন। রোববার তাদের খোঁজে ফের অভিযান চালিয়ে জঙ্গল থেকে ১৭ জওয়ানের মৃতদেহ উদ্ধার করেছে অভিযানকারী দলটি। শনিবারের অভিযানে অংশ নিয়েছিলেন পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), বিশেষ টাস্কফোর্স এবং কোবিআরএ (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজ্যুলুশন অ্যাকশন) কমান্ডো ব্যাটালিয়নের জওয়ানরা।
কমপক্ষে ৬০০ জওয়ান ছিল বলে জানা গেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যখন কোরাজগুডা পাহাড়ে উঠছিল তখন মাওবাদীদের সঙ্গে গুলিবিনিময় হয়েছে। পুলিশের মতে, কমপক্ষে ৩০০ মাওবাদীর সঙ্গে গুলিবিনিময় হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, পুলিশের গুলির জবাবে চার থেকে পাঁচজন মাওবাদী নিহত হয়েছে। কিন্তু অভিযান শেষে দেখা গিয়েছে বেশ কয়েকজন জওয়ান নিখোঁজ রয়েছেন। আহত ১৪ জওয়ানকে ৪০০ কিলোমিটার দূরে রাইপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববারই নিখোঁজ জওয়ানদের লাশ উদ্ধার করা হয়েছে। ভারতে যে ক’টি জায়গায় মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে তার অন্যতম হলো সুকমার এই জঙ্গল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status