খেলা

যুক্তরাজ্য থেকে ফিরে অবরুদ্ধ সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৮:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরে স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেলেন ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আমার কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দেয়নি। তবে আমি সরকারের দেয়া নির্দেশনা মেনে চলছি।’ ইউরোপ থেকে ফেরা অভিবাসীদের বাধ্যতামূলক সেল্ফ কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার সরকার।
ইউরোপের কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে নভেল করোনা ভাইরাস। যুক্তরাজ্য তাদের অন্যতম। সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২৮১ জন। সাঙ্গাকারা বলেন, ‘আমি লন্ডন থেকে দেশে ফিরেছি এক সপ্তাহ আগে। দেশে ফেরার পর নিউজ বুলেটিনে প্রথম যেটা দেখতে পাই- ১ থেকে ১৫ই মার্চের মধ্যে যারা বিদেশ ভ্রমণে গিয়েছে তারা যেন পুলিশের কাছে নাম নিবন্ধন করে সেল্ফ কোয়ারেন্টিনে যায়। এরপর আমি আমার নিবন্ধন করি।’ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কভিড-১৯ পজিটিভের সংখ্যা ৮০ জন। করোনা ভাইরাস রোধে শুক্রবার সন্ধ্যা থেকে দেশটিতে জনতার কারফিউ চলছে। এদিকে, যুক্তরাজ্য থেকে ফিরে ২ সপ্তাহের জন্য আইসোলেশনে গিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হেড কোচের দায়িত্বে আছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status