বাংলারজমিন
খুলনায় ব্যবসায়ীকে অপহরণ, থানায় জিডি
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২০২০-০৩-২৪
খুলনা মহানগরীর দৌলতপুর দেয়ানা এলাকা থেকে মো. ইমরান শেখ (৩২) নামের এক মিলিং ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি দেয়ানার বাউণ্ডারী রোডের মো. আবদুল গফফার শেখের ছেলে। এ ব্যাপারে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ভাই রাজু শেখ। যার নং-৯২৭ তাং- ২০/০৩/২০২০ইং। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৯শে মার্চ রাত সাড়ে ১০টায় তার বাসার সামনে থেকে সাদা মাইক্রোবাসে এসে ৩-৪ জন লোক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। গত কয়েকদিন তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ ওই ব্যবসায়ীর পরিবারে চলছে শোকের মাতম। ইমরানের কোনো শত্রুতা, মামলা বা আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছে পরিবার। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্যা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দপ্তরেই নিখোঁজ ইমরানের সন্ধান পাওয়া যায়নি।