খেলা

বন্ধ বাংলাদেশ হকির কার্যালয়

স্পোর্টস রিপোর্টার

২৩ মার্চ ২০২০, সোমবার, ৮:১৫ পূর্বাহ্ন

একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বন্ধ করেছে তাদের প্রধান কার্যালয়। ঘরে বসে কাজ করছেন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। এ অবস্থায় করোনা ভাইরাসে সতর্ক বাংলাদেশ হকি ফেডারেশনও। আগামী ৩১শে মার্চ পর্যন্ত পল্টনের মওলানা ভাসানী স্টেডিয়ামে অবস্থিত তাদের প্রধান কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করেছেন। এই সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলা স্থগিত করা হয়েছে। হকি ফেডারেশনের যে কোনো দাপ্তরিক কাজ আপাতত ঘরে বসে অনলাইনে করবেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফেডারেশনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নরেন্দ্র ধ্রুভ বাত্রা ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি উইলের একটি চিঠি এফআইএইচ-এর প্রতিটি সদস্য দেশকে পাঠানো হয়েছে। যেখানে সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status