অনলাইন ডেস্ক
ফেসবুক ডায়েরি ২২ মার্চ ২০২০, রোববার | সর্বশেষ আপডেট: ৬:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, দিনভর আমাদের সাংবাদিকরা ছিলেন। কিছু বলবো না। আপনাদের হিসাব অনুসারে ৯৫% ভোটার ভোট বর্জন করেছে। ভোট দিয়েছে ৫%। তারপরও কারও লজ্জা বলে কিছু নেই। আমরা অভিনন্দন জানাবো। খুশি থাকবো। বলবো আহা বেশ বেশ! সত্যি এই সব দেখতে আর ভাল লাগে না।
অনেকতো হলো। মানুষের এই বিপদের মুহুর্তে এমন তামাশা আর ভাল লাগে না। দয়া করে বন্ধ করুন সকল তামাশা!