অনলাইন

বন্ধ হলো শেয়ার বাজারের রেকর্ড দরপতন

অর্থনৈতিক রিপোর্টার

২০২০-০৩-১৯

শেয়ার দর উঠা-নামা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নতুন নির্দেশনায় শেয়ার বাজারের পতনের সকল পথ বন্ধ হয়েছে। এতে আর রেকর্ড দরপতন হবে না বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৯শে মার্চ) বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বিএসইসি’র নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে যে কোন কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের গড় ক্লোজিং দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী, গ্রামীণফোনের বুধবার লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ২১৯.৫০ টাকায়। তবে সর্বশেষ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের গড় ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩৮.৮০ টাকায়। এ হিসাবে শেয়ারটি লেনদেন শুরু হবে ২৩৮.৮০ টাকায়। একইসঙ্গে শেয়ারটির দর আগামিতে ২৩৮.৮০ টাকার নিচে নামতে পারবে না। তবে আগের সার্কিট ব্রেকার অনুযায়ী দর বাড়তে পারবে।

নির্দেশনা অনুযায়ী, লেনদেন শুরুর আগেই গ্রামীণফোনের শেয়ার দর আজ ১৯.৩০ টাকা বা ৮.৮৯ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২৩৮.৮০ টাকা। গ্রামীণফোনের মতো দেশের প্রায় সব কোম্পানির শেয়ারের চিত্র প্রায় একই রকম। যাতে লেনদেন শুরুর আগেই প্রায় সব কোম্পানির শেয়ার দরে উত্থান হবে। ফলে মূল্যসূচকে বড় উত্থান ঘটবে। একইসঙ্গে ডিএসইর সূচক আজকের ৩৬০৪ পয়েন্টের নিচে যাওয়ার পথ বন্ধ হয়েছে।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান বলেন, আজ সব কোম্পানির শেয়ার দর শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের গড় ক্লোজিং দর দিয়ে। পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত গড় দরের নিচে শেয়ার নামতে পারবে না। তবে আগের নিয়ম অনুযায়ী শেয়ার দর বাড়বে। এছাড়া সর্বশেষ ৫ কার্যদিবসের গড় দরের উপরে শেয়ার উঠা-নামা করতে পারবে।

উদাহরণ স্বরূপ-গ্রামীণফোনের সর্বশেষ ৫ কার্যদিবসের গড় ২৩৮.৮০ টাকা নিয়ে লেনদেন শুরু হয়ে প্রথম দিন যদি বাড়ে ১৫ টাকা। তখন শুধুমাত্র ওই ১৫ টাকাই কমার সুযোগ থাকবে। তবে নিয়মিত দর বাড়ার সুযোগ আছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status