অনলাইন

বিমানবন্দরে ৫টি থার্মাল স্ক্যানার দিলো সামিট গ্রুপ

স্টাফ রিপোর্টার

১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৪:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে আগত যাত্রীদের তাপমাত্রা শনাক্তকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৫টি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে সামিট গ্রুপ। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে স্ক্যানারগুলো হস্তান্তর করেন সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. লতিফ খান। এ সময় উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান এবং সালমান খানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এই সংকটের সময় বিশ্বমানের এই থার্মাল স্ক্যানারগুলো সরবরাহের মাধ্যমে দেশের সেবার সুযোগ পাওয়ায় আমরা কৃতজ্ঞ।

জানা গেছে, থার্মাল স্ক্যানারগুলো যাত্রীদের শরীরের তাপমাত্রা সঠিকভাবে শনাক্তকরণে সাহায্য করবে, যা করোনাভাইরাসের (কোভিড-১৯) একটি প্রধান উপসর্গ। যাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিমানবন্দর এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ যাত্রীদের কোয়ারেন্টিন কার্যক্রমকে ত্বরান্বিত করবে। এই থার্মাল স্ক্যানারগুলো স্থাপনে সহযোগিতা করার জন্য সামিটের পৃষ্ঠপোষকতায় সিংগাপুর থেকে দু’জন কর্মকর্তা আনা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status