অনলাইন

ইউল্যাবে ‘উন্মুক্ত ডাটা দিবস ২০২০’

স্টাফ রিপোর্টার

২০২০-০৩-০৯

পালিত প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘উন্মুক্ত ডাটা দিবস ২০২০’। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের আউটরিচ প্রোগ্রাম এক্সিস এমআইএল ( মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সহযোগী আয়োজক হিসেবে আরও ছিল ডাটাফুল এবং সেকমিড । সোমবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে উন্মুক্ত ডাটা দিবস ২০২০ অনুষ্ঠিত হয়। সাংবাদিকতা এবং রিসার্চের ক্ষেত্রে ডাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই উন্মুক্ত ডাটার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন আমিনুল ইসলাম। এরপর ডাটাফুল থেকে পলাশ দত্ত এবং সেকমিড থেকে সৈয়দ কামরুল ডাটা বিষয়ক বক্তব্য রাখেন। উন্মুক্ত ডাটা দিবস এর আলোচনা শেষে প্যানেলিস্টরা উপস্থিত দর্শকদের ডাটা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সবশেষে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর ড. জুড উইলিয়াম হেনিলো সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status