বিনোদন

ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে ‘বন্ধু’র সম্মাননা

স্টাফ রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

‘পদ্মশ্রী’খেতাব জয়ী ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে সংবর্ধনা দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে বন্ধুর পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু এবং নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। পরে, সৌজন্য নৃত্য পরিবেশন করেন ড. নর্তকী নটরাজ। অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’।  ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে তার অবদানের ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ড. নর্তকী নটরাজ সারা বিশ্বে প্রথম এরকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন। এছাড়াও ভারতের পেরিয়ার মানিয়াম্মাই বিশ্ববিদ্যালয় সম্মনসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন নর্তকী নটরাজকে। বাংলাদেশের ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে আত্ম-সচেতনতা তৈরি করতে, ডাইভারসিটি ফান্ড ফর পিস-ইউএনডিপি’র আর্থিক সহায়তায় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু। ড. নর্তকী নটরাজকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার পাশাপাশি এই জনগোষ্ঠী নিয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status