অনলাইন

মাত্র ৯ বছর বয়স, দাঙ্গা কেন তাকে বেছে নিল

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৭:৪৫ পূর্বাহ্ন

প্রখ্যাত ভারতীয় গীতিকার ও কবি গুলজার। দিল্লির হিংসার বিরুদ্ধে সরব হয়েছে তার কলম। ৯ বছরের শিশুর আর্তনাদ দেখে তিনি লিখেছেন একটি কবিতা। যা এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের মর্জিতে সে তার ধর্ম বেছে নেয় নি
এ তারই ধর্ম যা তার মা বাবা তাকে উত্তরাধিকার হিসাবে দিয়েছে....
বাবা-মাকে বেছে নেবে এমন উপায়ই তো নেই,
সে তার দেশ ও বেছে নেয়নি, রাষ্ট্রও তাই তার মত মেনে কাজ করে না।
মাত্র ৯ বছর বয়স, দাঙ্গা কেন তাকে বেছে নিল
এই নির্মম দাঙ্গা তাকে হত্যা করল!

হিন্দি-উর্দুর মিশেলে গুলজার এই কবিতা লিখেছেন। কবিতার শুরুতেই ইংরেজিতে তিনি লিখেছেন, ‘শান্তির জন্য অপেক্ষা করছি’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status