দেশ বিদেশ

যাত্রা শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

মুজিববর্ষে ঐতিহাসিক যাত্রা শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের। গতকাল বিকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ তথা ডিজিটাল বাংলাদেশের উপযোগী  শিক্ষা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন- উচ্চশিক্ষা আমরা যে পদ্ধতিতে নিচ্ছি তা নেব,পাশাপাশি আমি উচ্চশিক্ষা নিতে এসে আনুষঙ্গিক যে কোনো ধরনের প্রশিক্ষণ, সাপ্লিমেন্টারি পড়াশুনা থেকে যেন বিচ্যুত না হই। আমরা শিক্ষাকালীন অবস্থায় যেকোনো ধরনের প্রশিক্ষণ সেটা বৃত্তিমূলক যদি হয়ে থাকে, সেটা আমার কর্মসংস্থানের জন্যে উপযোগী যদি হয়ে থাকে সেটি আমরা সবাই বিবেচনায় রাখবো। শ্রেণিকক্ষের উচ্চশিক্ষা দিয়ে আমরা কর্মসংস্থান উপযোগী সন্তান পাবো না। জননেত্রী শেখ হাসিনা বারবার আমাদেরকে বলছেন এই সমাজে, এই পৃথিবীতে  টিকে থাকতে হলে মাল্টি স্কিলড হতে হবে। বহুমাত্রিক  প্রশিক্ষণ নিয়ে, বহুদক্ষতা নিয়ে আমার সন্তান যখন প্রশিক্ষিত হবে তখনই কিন্তু সে আগামীর বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের উপযোগী হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন, ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, রুবিনা আক্তার মীরা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যের মধ্যে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status