দেশ বিদেশ

জাতীয় কোষাগারে যে উপহার ফেরত দিয়েছেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:৩৬ পূর্বাহ্ন

কোন ধরনের উপহারে খুশি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প? এ প্রশ্নের উত্তর এক একজনের কাছে হতে পারে একেক রকম। যেমন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন সুয়ান ফুক-এর কাছে এর উত্তর হতে পারে- ডনাল্ড ট্রাম্পের একটি স্বর্ণের ফ্রেমের ছবি। তবে অন্যদের কাছে উত্তর অন্য রকম। ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য কর্মকর্তাদেরকে বিদেশি সরকারগুলো যেসব উপহার দিয়েছেন তার একটি তালিকা সোমবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি লুইস ভুইটন ব্রান্ডের গলফ ব্যাগ ও কিছু ছবি উপহার দিয়েছেন ট্রাম্পকে। এর মূল্য প্রায় ৮২৭৫ ডলার। ট্রাম্পকে ৪৫০ ডলার দামের একটি গলফ হিকোরি পুটার দিয়েছেন সুইজারল্যান্ডের ডাভোসের মেয়র। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ট্রাম্পকে যে পোর্টেট ছবি উপহার দিয়েছেন তার মূল্য ৩১০০ ডলার। ট্রাম্প ও ফার্স্টলেডি যেসব উপহার পান তার সবটাই যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হস্তান্তর করেন ন্যাশনাল আর্কাইভে। তবে কিছু উপহারকে সরকার অনভিপ্রেত হিসেবে দেখে থাকে। যেমন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বাইরাইনের ক্রাউন প্রিন্স উপহার দিয়েছিলেন একটি ঘড়ি। ওই ঘড়ির মাধ্যমে গোপন নজরদারি চালানো হতে পারে এমন আতঙ্কে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ওই ঘড়িটি ধ্বংস করে দিয়েছে। গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টদেরকে দেয়া এমন বেশ কিছু ঘড়িরও একই পরিণতি ঘটবে। ওদিকে জর্ডানের রানীর কাছ থেকে ৩১৮৫ ডলার মূল্যের ব্রেসলেট কিনেছেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জারেড কুশনার। ইভাঙ্কা ট্রাম্প শুধু এই একটি উপহারই নিজের কাছে রেখেছেন। অন্যদিকে তার স্বামী জারেড কুশনার অন্য দুটি উপহার জমা দিয়েছেন আর্কাইভে। ট্রাম্পকে যেসব উপহার দেয়া হয়েছে তার মধ্যে আছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের দেয়া চামড়ার কালো বুট। ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপহার দিয়েছেন একটি আয়তাকার পাথরের খণ্ড। ইতালির প্রধানমন্ত্রী গুসেপে কন্টে ৪৬৫ ডলার মূল্যের বেগুনি রুবি সমৃদ্ধ আস্তিন উপহার দেন ট্রাম্পকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৫০০ ডলার মূল্যের একটি ফিফা ওয়ার্ল্ড কাপ কালেক্টর বক্স উপহার দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে তিনি ২১০০ ডলার মূল্যের একটি ভেস বা দানি পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে ৪৭০ ডলার মূল্যের একটি তিমির মার্বেলে নির্মিত ভাস্কর্য পেয়েছেন ট্রাম্প।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status