অনলাইন
‘সম্রাট, পাপিয়ারা আওয়ামী লীগ আমলের প্রচ্ছদ মাত্র’
স্টাফ রিপোর্টার
২০২০-০২-২৪
ইসমাইল হোসেন সম্রাট আওয়ামী লীগের তৃতীয় সারির আর শামীমা নুর পাপিয়া চতুর্থ সারির নেতা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বলেছেন, এরা আওয়ামী লীগ আমলের প্রচ্ছদ মাত্র। নিজের ফেজবুক পেজে দেয়া পৃথক দু’টি স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের তৃতীয় (সম্রাট) আর চতুর্থ (পাপিয়া) সারির নেতা হয়ে এতো অবাধে এসব জঘন্যতম কর্মকান্ড করা যায়!
পৃথক আরেকটি স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘পাপিয়া, সম্রাট এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র। মূল কাহিনী নিশ্চয় আরো অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনদিন জানতে দিতে চাবে না তারা এটি আমাদের। রাতের ভোট, নির্যাতন, গুম-খুন, মামলা-হামলা এসবের প্রয়োজন হয় একারণে। মানুষ বুঝে এসব।’