খেলা

ম্যানইউর সেই ক্ষুদে ভক্তের চিঠির জবাব দিলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

চলতি মৌসুমে লিভারপুলকে থামানোর সাধ্য যেন কারো নেই। ইংলিশ প্রিমিয়ার লীগে এখনো বাকি ১২ রাউন্ড। ২৬ ম্যাচে ২৫ জয় ও ১ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে এখনই শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল। এমন দুর্দান্ত পারফরমেন্সে অল রেড সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি। বিপরীতে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তেমনই একজন ১০ বছর বয়সী ড্যারাঘ কার্লি। ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত স্কুল পড়ুয়া এই আইরিশ বালক লিভারপুলের এমন সাফল্যে ‘ব্যাথিত’ হয়ে ইয়ুর্গেন ক্লপের উদ্দেশ্যে চিঠি লিখেছে। লিভারপুলের হার কামনা করে লেখা ম্যানইউর ক্ষুদে ভক্তের সেই চিঠির জবাবও দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
লিভারপুল কোচ কার্লির চিঠির জবাবে লিখেছেন, ‘তুমি হার দেখতে চাইলেও সারা বিশ্বের কোটি লিভারপুল সমর্থক জয় দেখতে চায়। আমার কাজ দলকে জিতিয়ে এগিয়ে নেয়া। দলকে পিছিয়ে দেয়া নয়। তাই আমি তোমার অনুরোধ রাখতে পারছি না। তুমি ভাগ্যবান হতে পারো। কেননা ফুটবলে সবসময় জয় আসে না। আগামীতে আমরা হারতেও পারি। তবে আশা করছি আগামী ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা জয় করতে পারবো। আমাদের শিরোপা জয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সব ক্লাবই প্রতিপক্ষকে সম্মান করে। আমি জানি দলের প্রতি ভালোবাসা থেকেই তুমি এ চিঠি লিখেছ। ম্যানইউ এবং ফুটবলের প্রতি তোমার এমন ভালোবাসাটা নষ্ট করো না। তোমার মতো এমন সমর্থক পেয়ে ম্যানইউ সত্যিই ভাগ্যবান।’ ইংলিশ প্রিমিয়ার লীগে একের পর এক রেকর্ড গড়ে চলেছে লিভারপুল। সব মিলিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ইয়ুর্গেন ক্লপের দল। আর সাত ম্যাচে হার এড়াতে পারলেই অল রেডরা ছাড়িয়ে যাবে ২০০৩-০৪ মৌসুমে গড়া আর্সেনালের ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status