খেলা

আরভিনের সেঞ্চুরি আটকাতে পারলেন না রাহীরা

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:১১ পূর্বাহ্ন

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন ক্রেইগ আরভিন। ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান জিম্বাবুইয়ান অধিনায়ক। এই রিপোর্ট লেখা অবধি ৮৩ ওভারে সফরকারীদের সংগ্রহ ২১৩/৫। আরভিন ১০১ ও রেগিস চাকাভা ২ রানে ক্রিজে আছেন।

 মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। শুরুর চার ওভার টানা মেডেন বোলিংয়ে সফরকারী জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন।  দলকে বল হাতে প্রথম ব্রেক থ্রু এনে দেন আবু জায়েদ রাহী। মিরপুর শেরেবাংলা মাঠে ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে দলীয় মাত্র ৭ রানে কেভিন কাসুজাকে সাজঘরে ফেরান এ টাইগার পেসার। কিন্তু বল হাতে শুরুর দৃঢ়তা ধরে রাখতে ব্যর্থ টাইগাররা। পরের ২২ ওভার নির্বিঘ্নেই ক্রিজে কাটিয়ে দেন জিম্বাবুয়ের অপর ওপেনার প্রিন্স মাসভরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। এতে ৮০/১ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের লাঞ্চে যায় জিম্বাবুয়ে।

১৫ বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার নাঈম হাসান। ৪৮.১ ওভারে  হাফসেঞ্চুরিয়ান প্রিন্স মাসভরেকে ফিরিয়ে ১১১ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর অধিনায়ক ক্রেইগ আরভিন-মাসভেরের জুটিতে ১০০ পার করে জিম্বাবুয়ে। দলীয় ১১৮ রানে নিজের বলে মাসভেরের রিটার্ন ক্যাচ নেন অফস্পিনার নাঈম। ১৫২ বলে ৯ চারে ৬৪ রানের ইনিংস খেলেন এ ওপেনার।এরপর ৫১তম ওভারের চতুর্থ বলে নাঈম সরাসরি বোল্ড করেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে। ১১ বলে ১০ রান করেন টেইলর।

অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে বড় জুটির আভাস দিচ্ছিলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের দলীয় ১৭৪ রানে রাজাকে ফিরিয়ে নিজের তৃতীয় সাফল্য দেখলেন নাঈম হাসান। উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ দেন রাজা। ৬২ বলে করেন ১৮ রান। দলীয় ১৯৯ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। টিমিসেন মারুমাকে (৭) এলবির ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহী।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status