বাংলারজমিন

নলিয়ান নদীর ক্লোজার বাঁধ নির্মাণ সম্পন্ন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৪৪ পূর্বাহ্ন

 বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে খুলনার দক্ষিণ অঞ্চলে অবহেলিত দাকোপের পল্লীতে নলিয়ান নদীর ক্লোজার গতকাল হাজার হাজার মানুষের প্রচেষ্টায় ঠেকাতে সক্ষম হয়েছে ঠিকাদার। সংশ্লিষ্ট এলাকা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ লক্ষাধিক মানুষ এই নলিয়ান নদীর উপর জীবন জীবিকার উৎস হিসাবে মৎস আহরণ করে আসছিল। ১১ বছর এ নদী ছাড়া থাকার কারণে আইলা দুর্গত এলাকার মানুষের হাহাকার ক্রমেই বেড়েছিল। সরকার কর্তৃক বিশ্ব ব্যাংকের ১৮ কোটি টাকা ব্যয়ে এ কাজটি সান, হাউসিন, সি,এইচ,ড্লু,ই নামের ঠিকাদার ক্লোজার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। গত ৬ মাস ধরে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে গতকাল পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাগণ হাজার হাজার জনতার সার্বিক সহযোগিতায় নলিয়ান নদীর ক্লোজারটি নির্মাণ করতে সক্ষম হয়। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক অখিল কুমার বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক সিই্‌ আইসি ১ বাপাউবো মোঃ আব্দুল আউয়াল, নির্বাহী প্রকৌশলী সিআইসি  মো. সমিউল হক ঢাকা, নির্বাহী প্রকৌশলী সিআইসি মো. আসরাফুল আলম খুলনা, উপস্থিত ছিলেন ডেপুটি টীম লিডার মো. হাবিবুর রহমান সিআইসি ১ ঢাকা, মো. আসিবুর রহমান ডিআরই ,একেএম সাইদ উদ্দিন সিআইসি ঢাকা, মো. সাইফুল সিআইসি খুলনা, মো ফেরদাউস রহমান খুলনা। উপস্থিত ছিলেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মো. মাসুম আলী ফকির, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status