খেলা

ক্রিকেটে আসছে নতুন দুই টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ২:৪০ পূর্বাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন দুটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই সংস্করণের জন্যই পরিকল্পনা করা হচ্ছে ‘চ্যাম্পিয়ন্স কাপ’ নামের এই টুর্নামেন্ট। মেয়েদের ক্রিকেটেও থাকবে ওয়ানডে ও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ।
২০২৩-৩১ ক্রিকেট সূচিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করতে চায় আইসিসি। র‌্যাঙ্কিংয়ের সেরা ১০ দল নিয়ে হবে টি-টোয়েন্টির আসর। সূচি অনুযায়ী, ২০২৪ ও ২০২৮ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ ও ২০৩০ সালে।
ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ হবে ২০২৫ ও ২০২৮ সালে। এ আসরে অংশ নেবে শীর্ষ ছয় দল। এর পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ ও ২০৩১ সালে।
২০২৩-৩১ বর্ষপঞ্জিতে এসব টুর্নামেন্ট আয়োজনের জন্য পূর্ণ সদস্য দেশগুলোকে আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। আগ্রহী দেশগুলোর দরপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৫ই মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status