অনলাইন

শাহবাগে আইনজীবী সহকারিদের বিক্ষোভ, আইনমন্ত্রীর পদত্যাগ দাবি (ভিডিও)

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

আইনজীবী সহকারিদের আইনি কাঠামোর মধ্যে আনার দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি। একইসঙ্গে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।  আজ দুপুরে বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মাদার গেট থেকে শুরু হয়। পরে তারা শাহবাগে অবস্থান নেয়।

আইনজীবী সহকারিরা বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল (ল'ক্লার্ক) আইন পাসের দাবি জানান।

এ সময় আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আইনজীবী সহকারী সমিতির সুপ্রিম কোর্ট শাখা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।তিনি বলেন আমাদেরকে দীর্ঘদিন ধরে আইনমন্ত্রী আশ্বাস দিচ্ছেন আইন পাস করবেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তিনি আইনটি পাসের উদ্যোগ নেননি। তাই তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। দাবি মানা না হলে আমাদের আন্দোলন আরও কঠিন থেকে কঠিনতর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।বলেন, আমরণ ও স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে আইনজীবী সহকারিদের আন্দোলনের কারণে শাহবাগে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status