খেলা

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

তিন সংস্করণের ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ফাফ ডু প্লেসি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় কুইন্টন ডি কককে। তখনই ইঙ্গিত মিলেছিল প্রোটিয়াদের নেতৃত্বে আর থাকছেন না ডু প্লেসি। তার বিদায়ে তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পেতে চলেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ এবং কোচ মার্ক বাউচার বেশ কয়েকবারই বলেছেন, ডি ককের মধ্যেই তারা স্থায়ী অধিনায়ককে খুঁজছেন। নতুনদের সুযোগ করে দিতেই নেতৃত্ব ছেড়েছেন বলে জানান ডু প্লেসি। তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব ও অসাধারণ প্রতিভাবান তরুণদের নিয়ে দলটা নতুন এক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে, অধিনায়কত্ব ছাড়ার এটাই সঠিক সময়। যদিও সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য সহজ ছিল না।’
নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাবেন ডু প্লেসি। তিনি বলেন, ‘দলের একজন হয়ে তিন সংস্করণেই খেলে যেতে চাই। একই সঙ্গে অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতেও প্রস্তুত আমি।’
২০১২ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অধিনায়কত্ব পান ডু প্লেসি। তিন সংস্করণে মোট ১১২ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নেতৃত্ব দেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status