খেলা

দূরত্ব কমলো মাদ্রিদ-বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। ছন্দে থাকা জিনেদিন জিদানের দলকে ২-২ গোলের ড্রতে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা সেল্টা ভিগো। পয়েন্ট হারালেও ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে  তালিকার শীর্ষেই রয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ফারাক নেমে এসেছে ১ পয়েন্টে। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে বার্সেলোনার ২-০ গোলের পরাজয়ে ব্যবধান ৩ পয়েন্টে উঠেছিল। আসরে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। আর ২১ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে উঠে এলো সেল্টা ভিগো। চোট কাটিয়ে তিন মাস পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন রিয়ালের বেলজিক মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখলে (৬৬%) এগিয়ে থাকলেও সুবিধা করতে পারেনি জিদানের দল। ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় গ্যালাকটিকোরা। যার মাত্র চারটি ছিল অনটার্গেটে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলমুখে পাঁচ শটের (তিনটি অনটার্গেট) দুটি থেকে গোল আদায় করে সেল্টা ভিগো। এদিন মাদ্রিদের সান্‌িটয়াগো বার্নাব্যু মাঠে প্রথম সুযোগেই লিড নেয় সফরকারী সেল্টা। ম্যাচের সপ্তম মিনিটে স্প্যানিয়ার্ড তারকা ইয়াগো আসপাসের অ্যাসিস্টে রাশিয়ান স্ট্রাইকার ফেডর স্মলভের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। স্প্যানিশ ফুটবলে স্মলভের এটি প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে টনি ক্রুসের গোলে সমতায় ফেরে রিয়াল। ৬৫তম মিনিটে রিয়ালকে পেনাল্টি এনে দেন হ্যাজার্ড। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। তবে রিয়ালের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৫ মিনিটে গোল করে সমতা ফেরান সেল্টা ভিগোর স্প্যানিয়ার্ড স্ট্রাইকার সান্তি মিনা। এ গোল বানিয়ে দেন বার্সেলোনা থেকে সেল্টায় যোগ দেয়া স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড ডেনিস সুয়ারেজ।
গত আট বছরে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা শিরোপার স্বাদ পেয়েছে একবারই (২০১৬-১৭)। ওটা কোচ জিনেদিন জিদানের অধীনে। তার আগে লা লিগায় রিয়াল মাদ্রিদকে সর্বশেষ শিরোপা এনে দিয়েছিলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো ২০১১-১২ মৌসুমে।
দুই টিকিটের জন্য লড়াই ৬ দলের
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দুই টিকিটের জন্য জোর লড়াই চলছে স্পেনের ছয় দল গেতাফে, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে। চলতি লা লিগায় ২৪ ম্যাচ শেষে এদের পাঁচ দলের মধ্যে ব্যবধান মাত্র চার পয়েন্টের। ২৪ ম্যাচে গেতাফের সংগ্রহ ৪২ পয়েন্ট। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার সংগ্রহ ৪০। সমান ৩৮ পয়েন্ট সংগ্রহ ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার। আর ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দৌড়ে নিজেদের ভালো মতোই সামিল রেখেছে রিয়াল সোসিয়েদাদ। স্প্যানিশ লা লিগা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে ২০২০-২১ উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের টিকিট। যথাক্রমে ৫৩ ও ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট অনেকটাই নিশ্চিত সর্বাধিক ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও পাঁচবারের শিরোপা জয়ী বার্সেলোনার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status