বাংলারজমিন

রংপুরে বঙ্গবন্ধু বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৩৭ পূর্বাহ্ন

রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের উদ্যোগে ব্যতিক্রমধর্মী সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্স পুলিশ লাইন মাঠে সপ্তাহব্যাপী এ বই মেলার উদ্বোধন করেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। উদ্বোধনের পূর্বে পুলিশ লাইনের কমান্ড্যান্ট এসপি মেহেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমাদের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু তার কালজয়ী ভাষণে সর্বস্তরের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন। গোটা দেশবাসী তাঁর কথায় ঝাঁপিয়ে পড়েছিলে মুক্তিযুদ্ধে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ করতে হবে না, কিন্তু তাদের মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এটিএম মোজাহেদুল ইসলাম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, এনামুল হক, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে কমান্ড্যান্ট এসপি মেহেদুল করিমের আঁকা বঙ্গবন্ধুর একক চিত্রকর্ম প্রদর্শিত হয়। এ বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা সাড়ে ৩ হাজার বইসহ দেশের খ্যাতনামা লেখকদের বই নিয়ে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো শিশুবান্ধব করে তুলতে স্টলগুলোকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আরআরএফ কমান্ড্যান্টের পরিকল্পনায় ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়। সর্বস্তরের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল মুখরিত। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status