বাংলারজমিন

সুবর্ণচরে গণধর্ষণ মামলার সাক্ষ্য দেয়ায় বাদীর ভাইকে পিটিয়ে আহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:০৮ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নারীকে (৪০) গণধর্ষণ মামলায় আদালতে সাক্ষী দেয়ায় বাদীর ছোট ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৯টায় চর জুবিলী ইউনিয়নের একরাম নগর এলাকায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ভাষ্য, ইটভাটা শ্রমিকের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধে তাকে মারধর করা হয়েছে। ৯ই ফেব্রুয়ারি তাদের মামলার সাক্ষী হিসেবে তার ছোট ভাই নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বলে জানিয়েছেন ধর্ষণ মামলার বাদী। তার অভিযোগ, গতকাল সকাল ৯টার দিকে তার ছোট ভাই একরাম নগর এলাকায় গেলে ছায়েদুল হকসহ কয়েকজন তাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে একটি দোকানে আটকে রাখে। লোকমুখে তিনি ঘটনা শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে নিয়ে সেখানে গেলেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে চরজব্বর থানা পুলিশ গিয়ে তার ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায় গুরুতর আহত অবস্থায় বিছানায় পড়ে আছেন ওই ব্যক্তি। ব্যথার কারণে কথা বলতে পারছিলেন না। এই সময় পাশে থাকা তার ভাবি বলেন, তার ওপর নির্যাতনের ঘটনার বর্ণনা গত রোববার আদালতে তুলে ধরায় তার দেবরকে পিটিয়ে আহত করেছে মামলায় কারাগারে থাকা আসামিদের লোকজন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান। চরজব্বর থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, গত শুক্রবার চিকিৎসক সুমনের পচনধরা পা কেটে ফেলতে হবে জানানোর পর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়। এর জের ধরে গতকাল সকালে তাকে স্থানীয় একরাম নগর পেয়ে মারধর করা হয়। খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, অপরদিকে নির্যাতনকারী ছায়েদুল হককে ১৬ই ফেব্রুয়ারি আটক করে চরজব্বর থানা পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status