ভারত

জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব মানবে না ভারত

কলকাতা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১:০৩ পূর্বাহ্ন

জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার কোন প্রস্তাবই মানবে না ভারত। ইতিমধ্যে একাধিকবার এ কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই বলেও ভারত জানিয়েছে। তবে রবিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ’র দেয়া মধ্যস্থতার প্রস্তাবও ভারত সরাসরি খারিজ করেছে। বরং ভারতের পক্ষ থেকে কাশ্মীর নিয়ে মাথা ঘামানোর বদলে, পাকিস্তান বেআইনিভাবে ভারতের যে অঞ্চল দখল করে রেখেছে, তা মুক্ত করার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জাতিসংঘের প্রতি। ভারতের পররাষ্ট্র  মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেনি ভারত। জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অখন্ড অংশ ছিল, আছে এবং থাকবে। গায়ের জোরে, বেআইনিভাবে পাকিস্তান যে অঞ্চলগুলি দখল করে রেখেছে, সেগুলি মুক্ত করতে বরং পদক্ষেপ নেয়া হোক। ভারতের মতে, জম্মু-কাশ্মীর-সহ একাধিক অঞ্চলে সীমান্ত সন্ত্রাস চালানোয় পাকিস্তানের ভূমিকা নিয়ে বরং আলোচনা করতে পারতেন গুতেরাঁ। গত রবিবার অ্যান্তোনিও গুতেরাঁ চারদিনের সফরে পাকিস্তানে এসেছেন। সফরের প্রথম দিনে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখায় ঘটে চলা সংঘাত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমি। শুরু থেকেই এ ব্যাপারে সাহায্য করতে চেয়েছিলাম। দুই দেশ রাজি থাকলে এ নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুুত আমি। ভারত-পাকিস্তান দুই দেশেরই আরও সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন গুতেরাঁ। উল্লেখ্য, সন্ত্রাস দমনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় গত কয়েক বছর ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে আসছে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status