খেলা

ইতিহাসের সামনে রস টেইলর

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

ওয়েলিংটনে ২১শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। আর সে ম্যাচেই ইতিহাস গড়তে যাচ্ছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁবেন টেইলর। ব্যাপারটি নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। নিউজিল্যান্ডের এ টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আমি সবসময় যেটা করতে চেয়েছি, সেটাই করছি। আমি সবসময় নিউজিল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি। এখন পর্যন্ত ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছি, তাতে আমি খুশি।’
৩৫ বছর বয়সী টেইলরের জাতীয় ক্রিকেটে অভিষেক ২০০৬-এ। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৯৯ টেস্ট, ২৩১ ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কিউইদের হয়ে টেস্টে সর্বাধিক ৭১৭৪ রান ও দ্বিতীয় সর্বাধিক ১৯ সেঞ্চুরির মালিক টেইলর। ২১ সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। আর কিউইদের হয়ে ওয়ানডেতে সর্বাধিক রান (৮৫৭০) সেঞ্চুরি (২১)- উভয় রেকর্ডের মালিক টেইলর। অথচ ক্যারিয়ারের শুরুতেও তার মনে হয়েছিল টেস্ট দলে টিকতে পারবেন না। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেইলরের। দুই টেস্টে যথাক্রমে ১৯ ও ২৫ রান সংগ্রহ করেন তিনি। এতে ভয় চেপে বসে টেইলরের মনে। টেইলর বলেন, ‘প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষে আমি ভেবেছিলাম, আমার টেস্ট ক্যারিয়ার বুঝি এখানেই শেষ। ভাবিনি লঙ্গার ভার্সনে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবো।’
তবে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পরের সিরিজেও সুযোগ পান টেইলর। সেবার হ্যামিল্টন টেস্টে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। যেটি তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। টেইলর বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পরই আমার মনে এ বিশ্বাস জন্মে যে আমি দীর্ঘ ফরম্যাটে খেলার যোগ্য। ক্যারিয়ারের শুরুতে পাওয়া ওই সেঞ্চুরি পর মনে হয়েছিল আমি টেস্টের জন্য যথেষ্টই ভালো।’
এরপর থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ১৯ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরি করেছেন টেইলর। সেরা ইনিংস কোনটি? এমন প্রশ্নের জবাবে টেইলর বলেন, ‘আমার সেরা শতকের একটি ম্যানচেস্টারে। ১৫৮ রানের ইনিংস খেলেছিলাম। তবে ম্যাচটা ইংল্যান্ডের কাছে হেরে যাই। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১৪০ ও ৭০ (১৪২ ও ৭৪) রানের ইনিংসের কথা বলতে পারি। ম্যাচটা জিতেছিলাম আমরা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ২৯০ রানের ইনিংসটি। ম্যাচটা আমরা ড্র করেছিলাম।’
ভারতরে বিপক্ষে এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের জন্য। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কিউইরা। যেখানে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ঘরে-বাইরে মিলিয়ে টানা ৭ টেস্টে জিতেছে বিরাট কোহলির দল। আর নিউজিল্যান্ড সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০তে হোয়াইটওয়াশ হয়। ওয়েলিংটনে টেইলের হোমভেন্যু। সেখানেই ব্যাট হাতে দলকে পথ দেখাতে প্রস্তুত তিনি। জন্মস্থান ওয়েলিংটনে শততম টেস্ট খেলা নিয়ে টেইলর বলেন, আমার হৃদয়ে আলাদা একটা জায়গা দখল করে আছে ওয়েলিংটন।’ পরিবারের সমর্থন নিয়ে তিনি বলেন, পরিবারের সমর্থন পাওয়াটা স্পেশাল। তিন সন্তান আমার স্ত্রীর লালনে বেড়ে উঠেছে। তারা বুঝতে পারে, তাদের বাবা কী করছে। পরিআর আমার ক্রিকেটীয় জীবনের ভারসাম্য রক্ষা করছে।  আমার প্রতিটি রানেই রয়েছে তাদের অবদান। আমার চেয়ে আমার পরিবারের উৎসর্গটা বেশি।

রস টেইলরের আন্তর্জাতিক ক্যারিয়ার
    ম্যাচ    রান    গড়    সর্বোচ্চ    ৫০/১০০
টেস্ট    ৯৯    ৭১.৭৪    ৪৬.২৮    ২৯০    ৩৩/১৯
ওয়ানডে    ২৩১    ৮৫৭০    ৪৮.৬৯    ১৮১*    ৫১/২১
টি-টোয়েন্টি    ১০০    ১৯০৯    ২৬.৫১    ৬৩    ৭/০
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status