খেলা

জিম্বাবুয়ে দল মিরপুরে অনুশীলনে নামবে আজ

স্পোর্টস রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল বিকাল ৫টার পর হযরত শাহজালাল বিমানবন্দরে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ ২৩ সদস্যের জিম্বাবুয়ে দল বাংলাদেশের মাটিতে পা রাখে। বাংলাদেশের বিপক্ষে সফরের শুরুতে তারা একমাত্র টেস্ট খেলবে মিরপুর শেরেবাংলা মাঠে। এরপর সিলেটে খেলবে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচ। সেখান থেকে ঢাকায় ফিরে খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন। গতকাল জিম্বাবুয়ের ক্রিকেটারদের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান বলেন, ‘ঠিক (৫টায়) সময়ে ২৩ জনের জিম্বাবুয়ে দল বিমানবন্দরে অবতরণ করে। । ক্রিকেটারসহ বহরে । এখান থেকে তারা হোটেলে চলে যান।’
আজ মিরপুর শেরেবাংলা মাঠে দুপুরে অনুশীলনে আসবে জিম্বাবুয়ে দল। ১৮ই ফেব্রুয়ারি থেকে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুদিনের প্রস্ততি ম্যাচ খেলবে সফরকারী দলটি।  টেস্ট ম্যাচ হবে ২২ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষ বাংলাদেশ সফরে ২০১৮’র নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম ম্যাচে সিলেটে তারা বাংলাদেশকে ১৫১ রানে হারিয়ে দেয়। যদিও মিরপুর শেরেবাংলা মাঠে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ২১৮ রানে জয় নিয়ে সিরিজ ড্র করে বাংলাদেশ।
এবার আগামী ২৭শে ফেব্রুয়ারি দল চলে যাবে সিলেটে। সেখানে ১, ৩ ও ৬ই মার্চ খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেখান থেকে ঢাকায় ফিরে ৯ ও ১১ই মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুইটি ম্যাচ খেলবে মিরপুর শেরেবাংলা মাঠে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status