খেলা

ঘুরে দাঁড়াতে মরিয়া মিঠুন

স্পোর্টস রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

সাম্প্রতিক ক্রিকেটে টেস্টে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। শেষ পাঁচ টেস্টে ইনিংস ব্যাবধানে হারের লজ্জা। জয় বলতে সেই ২০১৮তে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে। এরপর মিলেছে শুধু হাতাশাই। প্রায় দেড় বছর পর বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে দল। তাই এবার সুযোগ ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ানোর, আত্মবিশ্বাস ফেরানোর। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার সুযোগ। টেস্ট দলের এখন নিয়মিত সদস্য মোহাম্মদ মিঠুন। কিন্তু এই ফরম্যাটে মিডল অর্ডার ব্যাটিংয়ে দল তার ওপর ভরসা রাখছে। যদিও তিনি ধারাবাহিক নয়। তবে এই ব্যর্থতা থেকে বের হতে মারিয়া। মিঠুন বলেন, ‘প্রস্তুতি বলতে আমরা সবাই এই ব্যাপার নিয়ে চিন্তিত। অনেকদিন ধরে টেস্ট ভালো যাচ্ছে না। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। এটা নিয়ে কিভাবে ফিরে আসা যায় সেটা ভাবছি। এভাবে তো আর চলতে পারে না। এজন্যই আমাদের সবাইকে নির্দিষ্ট ভূমিকা দেয়া হচ্ছে।’

দলে নিজেদের ভূমিকা নিয়ে মিঠুন বলেন, ‘আমরা ফিল করেছি যে স্পেসিফিক ভূমিকা নেয়া উচিত। কারণ একজন ওপেনারের রোল, আরেকটা সাত নম্বর ব্যাটসম্যানের রোল কখনো এক হয় না। এই জিনিসগুলো আমরা পরিকল্পনা করেছি। পরের সিরিজে ইনশাআল্লাহ্ আমরা চেষ্টা করবো যে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। আমরা সবাই চেষ্টা করবো যে আমরা যেন আমাদের ভূমিকা ঠিক মতো পালন করতে পারি। আমরা সবাই যার যার ভূমিকা পালন করলে দল যে ফলাফল করছে সেটা আরও ভালো হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status