বিনোদন

‘মুভি মোগল’ এ কে এম জাহাঙ্গীর খান আর নেই

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:২৮ পূর্বাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের ‘মুভি মোগল’ খ্যাত নির্মাতা এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। একের পর এক সুপার-ডুপার হিট সিনেমা প্রযোজনা করে ‘মুভি মোগল’ উপাধি পেয়েছিলেন বিশিষ্ট এ প্রযোজক। ১৯৭৮ সালে জনপ্রিয় সিনেমা পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে এ উপাধি দেন। গতকাল মাগরিবের নামাজের পর রাজধানীর গুলশানে প্রথম এবং  এশার নামাজের পর মুগদাপাড়ায় স্থানীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তার  মেয়ে সংগীতশিল্পী ঝুমু খান। উল্লেখ্য, ১৯৩৯ সালের ২১শে এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া কাজীবাড়ি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম আবুল খায়ের মো. জাহাঙ্গীর খান।
১৯৫৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যট্রিক, ১৯৬০ সালে জগন্নাথ কলেজ থেকে আইএসসি ও ১৯৬২ সালে বিএসসি পাস করেন। ১৯৬৩ সালে জাপানে ফুজি কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যোগ দেন। ঢাকাই চলচ্চিত্রের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র নির্মাতা আবদুল জব্বার খানের দেশীয় সংস্কৃতির প্রতি হৃদয়ের টান জাহাঙ্গীর খানকে মুগ্ধ করেছিল বলেই চলচ্চিত্রে নিজেকে যুক্ত করাটা তার পক্ষে সহজ হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানান তিনি। জাহাঙ্গীর খানের সর্বশেষ নির্মাণ ছিল ১৯৯৮ সালে তার প্রযোজিত ‘রঙিন নয়নমণি’ ছবিটি। এছাড়া ‘নয়নমণি’, ‘তুফান’, ‘বাদল’, ‘কুদরত’, ‘রাজসিংহাসন’, ‘রাজকন্যা’, ‘সওদাগর’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্যকন্যা’, ‘মা’, ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘রঙিন রূপবান’, ‘রঙিন কাঞ্চনমালা’, ‘আলীবাবা চল্লিশ চোর’, ‘প্রেম দিওয়ানা’, ‘বাবার আদেশ’ এর মতো সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। নিজের প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি সিনেমার প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেন এ কে এম জাহাঙ্গীর খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status