দেশ বিদেশ

ধামরাইয়ের বেইলি সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:১১ পূর্বাহ্ন

ধামরাইয়ের শরীফবাগ বংশী নদীর ওপর প্রায় ৩০ বছর আগে নির্মিত সেই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটিতে ব্যাপক ফাটল ধরেছে। ফলে গতকাল থেকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে সকল যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে ধামরাইয়ের সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের ধামরাইয়ের ইসলামপুর-নয়ারহাট কার্যালয় থেকে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ ধামরাইয়ের ঢুলিভিটা থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কটির ৫০ কিলোমিটারের মধ্যে ঢুলিভিটা থেকে আইঙ্গন সেতু পর্যন্ত ২৪ ফুট এবং ওই সেতু থেকে কালিয়াকৈর পর্যন্ত ১৮ ফুট সড়ক প্রস্তুতকরণের কাজ চলছে গত এক বছর ধরে। এরই ধারাবাহিকতায় ওই মহাসড়কের বংশী নদীর ওপর নির্মিত ধামরাইয়ের আইঙ্গনের সরু  সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। কিন্তু যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়নি। ফলে ধামরাই পৌর বাজারের ব্যস্ততম প্রধান সরু সড়ক হয়ে শরীফবাগ বংশী নদীর ওপর ১৯৯১ সালে নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়ে বিভিন্ন ধরনের মালবাহী ভারী যানবাহন কালিয়াকৈর হয়ে চলাচল করে আসছিল। এরপরও সওজ বিভাগ কোনো ব্যবস্থা না নেয়ায় গতকাল  একটি লরি বেইলি সেতুর ওপর উঠলে বিকট শব্দে সেতুর পাটাতন ও স্টিলের বিম ফেটে যায়। এ সময় তাৎক্ষণিক খবর পেয়ে ধামরাই উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, মানিকগঞ্জ সওজ বিভাগের কর্মকর্তা, ধামরাই পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম, পৌরসভা কর্তৃপক্ষ, ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেন। এরপর সেতুর দুই পাশে চারজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গতকাল থেকেই যান চলাচল বন্ধ থাকায় ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, কয়েক মাস আগেই ধামরাই উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় স্থানীয় এমপি বেনজীর আহমদ, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত এ বংশী নদীতে একটি বিকল্প রাস্তা নির্মাণেরও দাবি জানানো হয়েছিল। কিন্তু সওজ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।
ধামরাই উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, বেইলি সেতুটিতে ব্যাপক ফাটল ধরায় সকল যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ধামরাইয়ের ইসলামপুর-নয়ারহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেইলি সেতুটির ফাটলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বরাদ্দ না থাকায় বংশী নদীতে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়নি। কারণ বিকল্প রাস্তা করতে গেলে অনেক ব্যয়বহুল ব্যাপার।
পৌর মেয়র গোলাম কবির জানান, বেইলি ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status