খেলা

টোকিও অলিম্পিকের মিউজিক ভিডিওতে রোমান সানা

স্পোর্টস রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৫:০২ পূর্বাহ্ন

আগামী জুলাইয়ে জাপানের টোকিও শহরে বসছে গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২০। আসরটি সামনে রেখে বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন দুই জাপানি শিল্পী। ‘আকাশে’ শিরোনামে বাংলা ভাষায় তারা নির্মাণ করেছেন ৪ মিনিট ৪২ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও। যেটি আগামী অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে বাংলাদেশের প্রচারণা-সংগীত। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ তিরন্দাজ রোমান সানা, ইতি খাতুন, অসীম কুমার, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তার, অ্যাথলেট আল আমিন, শুটার আবদুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদ, সৈয়দা আতকিয়া হাসান দিশা। গত জানুয়ােিত বঙ্গবন্ধু স্টেডিয়াম, মিরপুর সুইমিং কমপ্লেক্স, টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, গুলশান শুটিং কমপ্লেক্স, বিকেএসপিসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই গানের দৃশ্যায়ন করা হয়।

মিউজিক ভিডিওতে অংশ নেয়ার বিষয়ে বিশ্বের অন্যতম সেরা আরচার রোমানা সানা বলেন, ‘আমাকে যখন দুই জাপানি শিল্পী এসে প্রস্তাবটা দেন, আমি এক কথাতেই রাজি হয়ে যাই। বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার এটা অন্যতম একটা সুযোগ। আমি অলিম্পিকে যাওয়ার আগেই অলিম্পিকের প্রচারণায় অংশ নিচ্ছি, এটা ভাবতেই ভালো লাগছে।’ রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। নেপালে অনুষ্ঠিত গত এসএ গেমসে লং জাম্পে ব্রোঞ্জ জেতা আল আমিন বলেন, প্রথমবার এমন একটি মিউজিও ভিডিওতে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। ফেডারেশন যদি আমাকে ওয়াইল্ড কার্ড দিয়ে অলিম্পিকে পাঠায় তাহলে আরো খুশি হবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status