খেলা

ফের পেছালো নারী ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৭:২৭ পূর্বাহ্ন

দ্বিতীয় দফার দলবদলও শেষ হয়েছে তিনদিন আগে। আজ মাঠে গড়ানোর কথা ছিল নারী ফুটবল লীগের। কিন্তু শুরু হয়েও হলো না শুরু। আরও এক দফা পিছিয়ে গেল নারী ফুটবল লীগের খেলা। নতুন দিনক্ষণ অনুযায়ী আগামী ২২শে ফেব্রুয়ারি শুরু হবে বহুল আকাক্সিক্ষত নারী ফুটবল লীগ। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে লীগের খেলা পেছানো হয়েছে। ২২শে  ফেব্রুয়ারি খেলা শুরু হবে বলে আমরা আশাবাদী।’

দীর্ঘ ছয় বছর পর লীগ বলেই এতটা আগ্রহ নারী ফুটবলারদের। এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। এদের মধ্যে কেবল বসুন্ধরা কিংসই পরিচিত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শক্তিশালী দল গড়েছে তারা। বাকিরা অনেকটাই অপরিচিত। দলগুলো হলোÑ এসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ফুটবল একাডেমি এবং স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। তবে প্রথম দিকে খেলার কথা জানালেও শেষ দিকে এসে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

পুরুষ দলের পাশাপাশি এবার নারী ফুটবল লীগেও শিরোপার জন্য দল গড়েছে কর্পোরেট ক্লাব বসুন্ধরা কিংস। দেশের নামি-দামি এবং তারকা নারী ফুটবলারদের নিজেদের তাবুতে টেনে নিয়েছে ক্লাবটি। মাঠে খেলতে যখন উদগ্রীব বসুন্ধরার ফুটবলাররা, তখন আরেক দফা পিছিয়ে গেল লীগ। দু’দফা দলবদল করেও যথাসময়ে খেলা মাঠে গড়াতে পারেনি বাফুফে’র মহিলা উইং। জানা গেছে, ১২ই ফেব্রুয়ারি বর্ধিত দলবদলের সময় শেষ হলেও নিজেদের প্রস্তুত করতে বেশ কিছু ক্লাব আরও সময় চেয়েছে। যার প্রেক্ষিতে সাতদিন সময় বাড়ানো হয়েছে। সোহাগ বলেন, ‘বেশ ক’টি ক্লাব নিজেদের প্রস্তুত করার জন্য আমাদের কাছে একমাস সময় চেয়ে আবেদন করেছে। তবে আমরা মাঠে খেলা গড়ানোর স্বার্থে একমাস না হলেও এক সপ্তাহ সময় দিয়েছি তাদের। ফলে ২২শে ফেব্রুয়ারি খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status