বিনোদন
আলাদা স্টাইলে হাজির শাকিব
স্টাফ রিপোর্টার
২০২০-০২-০৯
‘বীর’ সিনেমাটির কাজ শুরু হবার পর থেকেই নিত্য নতুন আলোচনায় আসেন ঢালিউডের কিংখ্যাত নায়ক শাকিব খান। গুনী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ৫০তম সিনেমা এটি। এ সিনেমার রোমান্টিক গান ‘তুমি আমার জীবন’ ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে। শনিবার রাতে শাকিব খানের ইউটিউব এসকে ফিল্মসে ‘বীর’ ছবির ট্রেলার প্রকাশ পায়। এখানে ভিন্ন স্টাইলে দেখা যায় শাকিব খানকে। ট্রেলার প্রকাশের পর বেশিরভাগ কমেন্টে রয়েছে এ সিনেমায় শাকিবের দেয়া সংলাপের সুনাম। শাকিব খান বলেন, সিনেমার সংলাপে দেশপ্রেমের বিষয় রয়েছে। মৌলিক গল্পের ছবি এটি। শতভাগ দেশীয় গল্পের ছবি ‘বীর’। আমি নিজেকে একেবারে অন্য রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
এ সিনেমার জন্য দীর্ঘ সময় দাঁড়িগোফ রাখেন শাকিব খান। কত সময়ের জন্য এমন বেশে শুটিং করেছেন জানতে চাইলে তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় দাঁড়িগোফ রাখতে হয়েছে এ সিনেমার জন্য। কাজী হায়াতের সিনেমার আলাদা একটা স্টাইল আছে, সেই স্টাইলটা দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ইতিমধ্যে ট্রেলার প্রকাশের পর বেশকিছু পজিটিভ কমেন্ট পেয়েছি। ‘বীর’ ছবির ট্রেলারে ভিন্ন লুকে ও দারুণ সব সংলাপে পাওয়া গেছে শাকিব খানকে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে ছবিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক কাজী হায়াত। এ ছবির নতুন একটি গান আগামীকাল প্রকাশ হবার কথা রয়েছে। বাকি গানগুলোও দর্শকদের ভালোলাগবে বলে জানান ঢালিউডের এই শীর্ষ তারকা। ‘বীর’ ছবির ট্রেলারে রাজনীতি ও বর্তমান সময়ের চালচিত্র উঠে এসেছে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে ‘বীর’ সিনেমা নিয়ে সাংবাদিকের সামনে কথা বলবেন শাকিব খান। ‘বীর’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শবনম পারভীন, নাদিম, সোহেল খান, ডন, জাদু আজাদ, শিবা শানু, দুলারী, শিশুশিল্পী সুনান প্রমূখ। ছবিটির সহ-প্রযোজক এমডি ইকবাল।

এ সিনেমার জন্য দীর্ঘ সময় দাঁড়িগোফ রাখেন শাকিব খান। কত সময়ের জন্য এমন বেশে শুটিং করেছেন জানতে চাইলে তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় দাঁড়িগোফ রাখতে হয়েছে এ সিনেমার জন্য। কাজী হায়াতের সিনেমার আলাদা একটা স্টাইল আছে, সেই স্টাইলটা দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ইতিমধ্যে ট্রেলার প্রকাশের পর বেশকিছু পজিটিভ কমেন্ট পেয়েছি। ‘বীর’ ছবির ট্রেলারে ভিন্ন লুকে ও দারুণ সব সংলাপে পাওয়া গেছে শাকিব খানকে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে ছবিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক কাজী হায়াত। এ ছবির নতুন একটি গান আগামীকাল প্রকাশ হবার কথা রয়েছে। বাকি গানগুলোও দর্শকদের ভালোলাগবে বলে জানান ঢালিউডের এই শীর্ষ তারকা। ‘বীর’ ছবির ট্রেলারে রাজনীতি ও বর্তমান সময়ের চালচিত্র উঠে এসেছে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে ‘বীর’ সিনেমা নিয়ে সাংবাদিকের সামনে কথা বলবেন শাকিব খান। ‘বীর’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শবনম পারভীন, নাদিম, সোহেল খান, ডন, জাদু আজাদ, শিবা শানু, দুলারী, শিশুশিল্পী সুনান প্রমূখ। ছবিটির সহ-প্রযোজক এমডি ইকবাল।