শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রথম পরীক্ষায় অনুপস্থিত ৫,৪৪৭

স্টাফ রিপোর্টার

৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৭:৪১ পূর্বাহ্ন

ফাইল ছবি

আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫ হাজার ৪৪৭ পরীক্ষার্থী অর্থ্যাৎ মাত্র ০.৩৮ শতাংশ পরীক্ষার্থী। সর্বাধিক অনুপস্থিত ঢাকা বোর্ডে ১ হাজার ৮২৫ জন (০.৫০ শতাংশ)। আর বহিস্কৃত হয়েছেন মাত্র ৫ পরীক্ষার্থী।

এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। মাদ্রসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডে ভকেশনালে অংশ নিচ্ছেন ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন। বিদেশী শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে ৮টি কেন্দ্র। পরীক্ষার্থী সংখ্যা ৩৪২ জন। আর মোট পরীক্ষা কেন্দ্রর সংখ্যা ৩ হাজার ৫১২টি।

এবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। সেখানে ১৩১ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫২৪ জন। প্রথম দিন অনুপস্থিত ৩৫২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status