প্রথম পাতা

‘চীন থেকে ফেরাদের পর্যবেক্ষণে রাখা হবে’

কূটনৈতিক রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে চলমান ১৪ দিনের নিষেধাজ্ঞা চীন তুলে নেয়ার আগে যারা বাংলাদেশে ফিরবে তাদের সরকারিভাবে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। একই সঙ্গে তিনি বলেন, ভাইরাসের কারণে চীনে আটকেপড়া বাংলাদেশিরা ফিরতে চান, তাদের বেইজিংয়ের ১৪ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। তাদেরও সরকার পর্যবেক্ষণে রাখবে। মন্ত্রী বলেন, আমরা চাইনা এই ভাইরাসটি বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান এবং তার আশপাশের এলাকাগুলো প্রায় অবরুদ্ধ অবস্থায় থাকা বাংলাদেশিদের ফেরাতে সরকার সময় নিচ্ছে বা ইচ্ছাকৃত দেরি কি-না? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, না আমরা মোটেও দেরি করছি না। আমাদের বিমান প্রস্তুত রয়েছে। ১৪ দিনের আগে চীন কাউকেই ছাড়বে না মর্মে একটি কড়া সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা চীনের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা মনে করে চীন এ সংক্রমণ রোধে সক্ষম। এ অবস্থায় চীন যখনই রাজি হবে তখনই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। তবে মন্ত্রী এ-ও বলেন, এখনই সব বাংলাদেশি ফিরতে চান না। অনেকে সেখানে থাকতে চান মর্মে সরকারকে জানিয়েছেন। চীনে আছেন এমন কয়েকজন বলেছেন, তারা চীনে থাকাকেই ভালো মনে করছেন। কারণ কেউ আক্রান্ত হলে চীন সরকার সব ধরনের চিকিৎসা দিচ্ছে। যা দেশে পাওয়া যাবে কি-না বলা মুশকিল। মন্ত্রী বলেন, শুরুর দিকে আতঙ্কিত অনেক বাংলাদেশি দেশে ফেরার জন্য বিভিন্ন মাধ্যমে আবেদন করেছিলেন। প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসার পর তিনি তাদের ফেরানোর নির্দেশনা দেন। সে মতেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ফ্লাইটও প্রস্তুত করা হয়। সে সময় চীনা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে বেইজিং ঢাকাকে জানায়- তারা (পরিস্থিতি) দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। কারণ তারপর ভাইরাসটি আর দেখা দেবে না। এরপর তারা মানুষজনকে যেতে দেবে। মন্ত্রী বলেন, চীনে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সরকার তালিকা করছে। শিক্ষার্থীদের কাছে ফরম পাঠানো হয়েছে। নিবন্ধনও শুরু হয়েছে। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন, যার মধ্যে ২৫ জনই ভাইরাসের উৎপত্তিস্থল উহানের বাসিন্দা। সেই সাথে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪ জনে। শুরুতে ভাইরাসটি সম্পর্কে তথ্য প্রচার না হওয়া এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ না হওয়ায় চীনের মূল ভূখন্ডের বাইরেও সংক্রমণ ছড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন আক্রান্ত লোকজনের উপস্থিতির তথ্য আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status