শেষের পাতা

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দু’টি তদন্ত কমিটির কাজ শুরু, মামলা

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন ও অপমৃত্যুর মামলা হয়েছে। এর মধ্যে জেলা 
প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানাকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মৌলভীবাজার পৌরসভাও ৭ সদস্যের পৃথক অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে। পৌরসভা কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পৌর কাউন্সিলর জালাল আহমদকে। উভয় তদন্ত কমিটি আগামী সাত কার্য দিবসের মধ্যে দুর্ঘটনা সংঘঠিত হওয়ার নেপথ্যের কারণ ও পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে মতামত ও সুপারিশ দাখিলের অনুরোধ জানানো হয়েছে। দু’টি তদন্ত কমিটিই ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তদন্ত কাজ সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকালে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে রাতে শহরের সৈয়ারপুরস্থ পৌর মহাশ্মশান ঘাটে তাদের শবদেহ দাহ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত ও ১ জন গুরুতর আহত হন। গতকালও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের পিংকি সু-স্টোরের পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপই জানান দিচ্ছে আগুনের ভয়াবহতার। মঙ্গলবার সকালে দোকানের পণ্যসামগ্রীর সঙ্গে নিজ বসতঘরে পুড়ে ছাই হয়েছিলেন ৫ জন জীবন্ত মানুষ। জেলা শহরে এই প্রথম এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা শোকে বিহবল। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা শোকে হতবিহবল। চোখের জল আর বোবা কান্নাই যেন এখন তাদের সান্ত্ব্তনা। পরিবারের সদস্য যারা বেঁচে আছেন তারাসহ আত্মীয়-স্বজনরা শোকে কাতর। চলছে শোকের মাতম। প্রিয় স্বজন আর সহায়-সম্বল সবই হারিয়ে এখন তারা নির্বিকার। স্বজনদের সঙ্গে জীবিকার একমাত্র অবলম্বন দোকান আর মাথাগোঁজার ঠাঁইও পুড়ে ছাই হওয়ায় চরম অসহায় ওই পরিবার। এখন ঠাঁই নিয়েছেন ওই এলাকার এক নিকট আত্মীয়ের বাসায়। ঘটনার আগের রাতে যে পরিবারটিতে পরিবারের বড় মেয়েটির বিবাহ পরবর্তী অনুষ্ঠান নিয়ে আনন্দ আর হৈ হুল্লড়ে মেতে উঠছিল। রাত পোহাতে নিমিষেই তা যে চরম বিষাদে পরিণত হলো। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত মনা রায় শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চাইতে এখন কিছুটা উন্নতির দিকে বলে জানান তার আত্মীয় পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী। এম. সাইফুর রহমান সড়কে যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা প্রতিষ্ঠান সচল হলেও আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান দুপুর পর্যন্ত বন্ধ ছিল। তবে দুর্ঘটনাস্থল পিংকি সু স্টোর এলাকা এখনো বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status