বাংলারজমিন

কানসাট ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

 দারিদ্র্য বিমোচনের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যার প্রেক্ষিতে সরকার বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করেছে সুবিধাভোগীদের। এতে স্থানীয়ভাবে অনেক দরিদ্র ব্যক্তি স্বাবলম্বী হচ্ছে। কিন্তু সরকারের এমন উদ্যোগের সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু জনপ্রতিনিধি নিজেদের স্বাবলম্বী করতে নানা অনিয়ম ও দুর্নীতি করছে। এমন ঘটনা ঘটিয়েছেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী বেগম বুচিয়া।
তিনি বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিবেন বলে হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ২ শতাধিক অসহায় ব্যক্তির কাছ থেকে ২ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। ২ বছর হয়ে গেলেও তিনি এখন পর্যন্ত অনেকের সুবিধাভোগীর কার্ড কিংবা টাকা পরিশোধ করেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। দীর্ঘদিন অপেক্ষার পর তিনি এসব টাকা আদায়ের বিষয়টি অস্বীকারও করেন।
অবশেষে এই অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গত বছরের ৮ই ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status