শেষের পাতা

গণতন্ত্র নিয়ে অসন্তুষ্টি ২৫ বছরে সর্বোচ্চ

মানবজমিন ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে গণতন্ত্র নিয়ে অসন্তুষ্টি বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বৃটেনের মতো উন্নত দেশগুলোয় অসন্তুষ্টির হার বেশি। বৃটেনের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন। দলটি গণতন্ত্রের প্রতি মানুষের মনোভাব নিয়ে গবেষণা করেছে। ৪০ লাখ মানুষের অংশগ্রহণে এ বিষয়ে ৩ হাজার ৫০০ জরিপ চালিয়েছে তারা। দলটির এক গবেষক রবার্তো ফোয়া বলেন, বিশ্বজুড়ে  গণতন্ত্র অসুস্থ অবস্থায় আছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গবেষণাটি চালিয়েছে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের সেন্টার ফর দ্য ফিউচার অব ডেমোক্রেসি। গবেষণায় ১৯৯৫ সাল থেকে গণতন্ত্রের প্রতি মানুষের মনোভাব বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে শাসন ব্যবস্থাটির প্রতি অসন্তুষ্টির মাত্রা ছিল সর্বোচ্চ- ৫৮ শতাংশ। অন্যদিকে সন্তুষ্টির মাত্রা ছিল ৪২ শতাংশ।
ফোয়া বলেন, আমরা দেখছি যে, সময়ের সঙ্গে গণতন্ত্রের প্রতি অসন্তুষ্টি বেড়েছে। গত বছর তা বৈশ্বিকভাবে, বিশেষ করে উন্নত দেশগুলোয় তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গবেষণায় মোট ১৫৪টি দেশ বিবেচনায় নেয়া হয়েছে। এই দেশগুলোর নাগরিকদের জরিপে জিজ্ঞেস করা হয়েছে, তারা তাদের নিজ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কি-না। কিছু দেশের ক্ষেত্রে গত শতকের সত্তুরের দশকের তথ্যও ছিল গবেষক দলটির কাছে। সেসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সত্তুরের দশক থেকে শেষ দশকের দিক পর্যন্ত ধীরগতিতে গণতন্ত্রের প্রতি সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। শতকের শেষের দিকে এ বৃদ্ধির হার বেশি ছিল। ওই সময়ে পূর্ব ও মধ্য ইউরোপে কম্যুনিস্ট ক্ষমতার পতন ঘটে ও পশ্চিমা গণতন্ত্রের উত্থান ঘটে। বিশ্বজুড়েই তখন গণতন্ত্রের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠেছিল। তবে গত দশক থেকে তা ফের নেতিবাচক দিকে মোড় নেয়।

গবেষণায় বলা হয়, ২০০৮ সালের অর্থনৈতিক ধসের পর রাজনৈতিক ও সামাজিকভাবে অর্থনৈতিক ধাক্কার হার বৃদ্ধির এবং ২০১৫ সাল থেকে শরণার্থী সংকট সামলাতে পররাষ্ট্র নীতিমালার ব্যর্থতার কারণে গণতন্ত্রের প্রতি অসন্তুষ্টি বেড়ে থাকতে পারে। এতে গণতন্ত্রের প্রতি আস্থা হ্রাস পেয়েছে ও উপসর্গ হিসেবে লোকরঞ্জনবাদ জনপ্রিয় হয়ে ওঠেছে।
বৃটেনের ক্ষেত্রে সত্তুরের দশক থেকে টানা ৩০ বছর গণতন্ত্রের প্রতি সন্তুষ্টি বেড়েছে। নতুন শতকের শুরুর দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে ২০০৫ সাল থেকে অর্থনৈতিক সংকট, সংসদ সদস্যদের বিলাসিতা নিয়ে বিতর্ক সহ বিভিন্ন বৈশ্বিক ঘটনার সঙ্গে অসন্তুষ্টি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। আর সমপ্রতি ব্রেক্সিট নিয়ে রাজনৈতিক অচলাবস্থা নিয়েও অসন্তুষ্টি বেড়েছে। ১৯৯৫ সালে দেশটিতে গণতন্ত্রের প্রতি অসন্তুষ্টির হার ছিল ৪৭ শতাংশ। ২০০৫ ও ২০১৯ সালে এই হার ছিল যথাক্রমে ৩৩ শতাংশ ও ৬১ শতাংশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ সন্তুষ্টি দেখা গেছে ১৯৯৫ সালে- ৭৫ শতাংশ। ২০১৯ সালে এ হার নেমে এসেছে ৫০ শতাংশে। গবেষকরা বলছেন, অর্থনৈতিক ধস, রাজনৈতিক মেরুকরণ ও অনাস্থা বৃদ্ধি পাওয়ায় এমনটি হয়েছে। তবে ইউরোপীয় কিছু দেশে বেড়েই চলেছে গণতন্ত্রের সমাদর। ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসে গণতন্ত্রের প্রতি সন্তুষ্টি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফোয়া বলেন, গণতন্ত্রের ওপর আস্থাভঙ্গের কারণ হচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক উষ্ণায়নের হুমকি থেকে অর্থনৈতিক ধস সহ আমাদের সময়ের কিছু প্রধান সংকট নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের বৈধতা ফেরাতে তা অবশ্যই পরিবর্তন করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status