শেষের পাতা

নবীগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড নিয়ে বিরোধের নেপথ্যে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:০৫ পূর্বাহ্ন

প্রতিকি ছবি

নবীগঞ্জে অটোরিকশা (সিএনজি) শ্রমিক সমিতির বিরোধকে কেন্দ্র করে আউশকান্দি ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর,প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে নাজেহাল এবং তার মোটরবাইক ভাঙচুরের ঘটনায় তোলপাড় চলছে। এ নিয়ে থানায় মামলা ছাড়াও গতকাল  ইউনিয়ন পরিষদের তরফ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে রেজুলেশন গৃহীত হয়েছে। শ্রমিক বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও সালিশে জড়িত ইউপি সদস্য সাইদুর রহমানকে নাজেহালের ঘটনাকে নজির বিহীন হিসেবে অভিহিত করেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ছাড়াও সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত মহাসড়কের নিকটবর্তী বাজার সৈয়দপুর অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ড শ্রমিকদের নিকট থেকে টোকেন বাণিজ্যের অভিযোগ নিয়ে বিরোধ চলে আসছে। গত ২রা নভেম্বর পুটিজুরী অটোরিকশা (সিএনজি) সমিতির শাখা স্ট্যান্ড হিসেবে পরিচালিত বাজার সৈয়দপুর স্ট্যান্ড কমিটির নির্বাচন সম্পন্ন হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. রব্বান মিয়া। নির্বাচন পরিচালনায় অনেক বিতর্ক দেখা দিলেও কমিটি নিয়ে দ্বিমত পরিলক্ষিত হয়নি। বিধি মোতাবেক পুটিজুরী সমিতির নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ না করেই নির্বাচিত সভাপতি হিসেবে রব্বান মিয়া নিজস্ব বলয় তৈরি করে বাজার সৈয়দপুর স্ট্যান্ড পরিচালনা শুরু করেন। স্ট্যান্ড ম্যানেজার নিয়োগ না দিয়ে সভাপতি নিজেই টোকেন বাণিজ্য শুরু করেন। ওই স্ট্যান্ড থেকে ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে পরিচালিত প্রতিটি অটোরিকশার নিকট থেকে ১০ টাকার পরিবর্তে দৈনিক ৪০ টাকা নির্ধারণ করেন। এনিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের হিসেবে সমিতির কার্যকরী কমিটির নির্বাচিত সহ-সভাপতি মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান এবং কার্যকরী কমিটির সদস্য বাবুল আহমদ সমিতির সভাপতি রব্বান মিয়ার নিকট কৈফিয়ত তলব করেন। এনিয়ে ক্ষুব্ধ হন মো. রব্বান মিয়া। কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য বাবুল আহমদকে নাজেহাল করেন। সমিতির সভাপতি রব্বান মিয়া নিজস্ব বলয় তৈরি করে একক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠেন। বিরোধের জের হিসেবে মহাসড়কে অবস্থিত ফটিক ফিলিং স্টেশনের নিকট রব্বানের নেতৃত্বে তার গ্রুপের হামলায় আহত হন সিএনজি চালক সায়েক মিয়া।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। এ ছাড়াও ২৫শে জানুয়ারি মহাসড়কের মিনহাজপুর ব্রিজের নিকট সিএনজিচালক জায়েদুলকে গুরুতর আহত করে রব্বান গ্রুপের লোকজন। গুরুতর আহত জায়েদুলকে ইউপি সদস্য মিসবাহসহ স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট মেডিকেলে প্রেরণ করেন। অতর্কিত দুটি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এনিয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন একাধিক বৈঠকে মিলিত হন। বাজার সৈয়দপুর অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ড নিয়ে বিরোধ নিরসনের জন্য দুই ইউপি সদস্য সাইদুর রহমান ও মিসবাহকে দায়িত্ব দেয়া হয়। দুই ইউপি সদস্যের সমন্বয়ে একাধিক সালিশ বৈঠক ব্যাহত করেন ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা রব্বান মিয়া। গত ২৫শে জানুয়ারি হামলার ঘটনা নিয়ে আলোচনার একপর্যায়ে ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সালিশে জড়িত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এনিয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, আমার অফিস ঘেরাও করে তারা অন্যায়ভাবে ভাঙচুর করেছে। এনিয়ে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। শ্রমিক সমিতির সভাপতি রব্বান মিয়া বলেন, বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিকদের মধ্যে স্ট্যান্ড ম্যানেজার নিয়োগ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। স্ট্যান্ড নিয়ে কোনো বিরোধ নেই। সার্বিক বিষয়ে থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status