শেষের পাতা

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বাংলারজমিন ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:০২ পূর্বাহ্ন

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহে বাসচাপায় ৪, দিনাজপুরে ৩ , যশোরে ২ ও নাটোরের বড়াইগ্রামে ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশত। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে বাসচাপায় 
এক অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ডৌহাখলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), লাল মিয়া (৫০), লাল মিয়ার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫)। ওসি বলেন, সকালে তারা বাড়ি থেকে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এম.কে সুপার নামে একটি বাস তাদের বহনকারি অটোরিক্সাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বিরামপুরে ভেপু মেশিনের (ট্রেজার) ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলা পিকনিক স্পট স্বপ্নপূরী সংলগ্ন সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) ও একই গ্রামের বিপ্লব হোসেন (৩০)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় বিরামপুর থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেপু ট্রেজার মেশিনের সঙ্গে দ্রতগামী মোটরসাইকেলটি’র সজোরে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। আহত অবস্থায় আরও এক যুবককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহাবুর মিয়া (৪৫) ও মহিউদ্দিন মোল্লা (৫০)। শাহাবুর মিয়ার বাড়ি চুয়াডাঙ্গা জেলার ছোট সলুয়া গ্রামে। তার বাবার নাম মাহতাব আলী মিয়া। মহিউদ্দিনের বাড়ি যশোরের বাঘারপাড়ার জয়নগর গ্রামে। তার বাবার নাম জমির মোল্লা। যশোর কেতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ তাসমিম আলম জানান, ভোরে সবজি বোঝাই একটি পিকআপের সঙ্গে অপর একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহাবুর মিয়া মারা যান। অপরদিকে, সকাল ৬টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মারা যান সাইকেল আরোহী মহিউদ্দিন। তিনি নৈশ প্রহরী ছিলেন। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, বড়াইগ্রামে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ১১টার দিকে বনপাড়া-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কালিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি নাটোরের আগদিঘা কাটাখালী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আহতদের বনপাড়া ও নাটোরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পাবনার বেড়া থেকে রাজশাহীগামী সেজান পরিবহন ও সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এ হতাহতের ঘটনা ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status