অনলাইন

অবিলম্বে ১১৭ কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৫:২৪ পূর্বাহ্ন

দেশের কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১৭টি শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক মাসের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী জে আর খান রবিন ও কারা কর্তৃপক্ষর পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিতে কারা কর্তৃপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আদালতকে জানান, নিজস্ব নিয়মে চিকিৎসক নিয়োগের জন্য নীতিমালার খসড়া করা হয়েছে। অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ১৪১। আগে থেকে কাজ করছেন ৯ জন। সম্প্রতি আরো ১৫ জনকে সংযুক্ত করা হয়েছে। যারা ফরিদপুর, রাজবাগড়ী, যশোর, মাদারীপুর, নেত্রকোনা, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কাশিমপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, ফেনী, কক্সবাজার কারা হাসপাতালে যোগ দিয়েছেন। তখন আদালত জানতে চান, এর আগে পদায়ন করা যে ১৬ জন যোগ দেননি, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হয়েছে। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, যোগ না দেয়া ১৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর মধ্যে পাঁজন সন্তোষজনক জবাব দিয়েছেন। জবাবে তারা বলেন, শিক্ষাকালীন ছুটিতে ছিলেন তারা। অপর ১১ জনের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এছাড়া শুনানিতে রাষ্ট্রপক্ষ কারা অধিদপ্তরের প্রতিবেদন তুলে ধরে জানান, ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে রাজেন্দ্রপুরে নির্মিত এই কারাগারে রাখা যাবে সাড়ে চার হাজারের বেশি বন্দিকে। চিকিৎসক নিয়োগের জন্য নীতিমালার খসড়া করা হয়েছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে দেশের কারা হাসপাতালগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও মানসম্মত কারাবাস নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আবেদনটি করেন রিটকারী আইনজীবী জে আর খান রবিন। ২৩শে জুন প্রাথমিক শুনানি শেষে আদালত সব কারাগারের বন্দি ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন আদালত। একইসঙ্গে বন্দিদের মানসম্মত থাকার জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে এবং শূন্যপদে কারা চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ), স্বাস্থ্য সচিব, সমাজ কল্যাণ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়। এরই প্রেক্ষিতে গতকাল কারাগারে চিকিৎসক স্বল্পতার বিষয় নিয়ে করা রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status