শেষের পাতা

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হচ্ছে: তাপস

স্টাফ রিপোর্টার

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে। পরিবেশ নষ্ট না হয়। গতকাল রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। প্রচারণা শুরুর আগে তিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সংস্থাগুলোকে অনুরোধ করবো যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায়
রাখতে ব্যবস্থা গ্রহণ করেন। তাপস বলেন, নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। আমরা যেখানেই গণসংযোগ করেছি সেখানেই রাজধানীবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী ১লা ফেব্রুয়ারি ঢাকাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাকে সেবক হিসেবে জনগণের সেবা করবার সুযোগ করে দেবেন।
এসময় তাপস আরো বলেন, জনগণের সেবার জন্য নয় আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন করছে। অভিযোগের ছুঁতোয় আন্দোলন করার জন্য নির্বাচন করছে।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাক্ষাৎ করেন তাপস। প্রচারকালে সদরঘাট এলাকায় সিটি করপোরেশন ও সাজেদা ফাউণ্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সাজেদা হাসপাতালে তাদের এই সাক্ষাৎ হয়। এসময় মেয়রপ্রার্থী তাপসকে সমর্থন ও পাশে থাকবার প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন।
গতকাল তাপসের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তিনি নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status