খেলা

ডার্বিতে ভরপুর গ্যালারি চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:০৭ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটির হোম ভেন্যু ইতিহাদ স্টেডিয়ামে প্রায়ই সিট ফাঁকা পড়ে থাকে। রোববার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ফুলহামের বিপক্ষে ৫৫ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ৩৯ হাজার ২২৩। আজ কারাবাও কাপের (ইংলিশ লীগ কাপ) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিচ্ছে ম্যান সিটি। প্রথম লেগে ৩-১ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে আছে সিটিজেনরা। দলের স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার ডার্বিতে ভরপুর স্টেডিয়াম দেখতে চান। ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করার পর তিনি বলেন, ‘আশা করি, ভক্ত-সমর্থকরা স্টেডিয়ামে এসে গ্যালারি পূর্ণ করবে।’ লীগ কাপে দ্বিতীয় সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।  জিতেছে গত দুই মৌসুমেই। আর তৃতীয় সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ সবশেষ ২০১৭ সালে জেতে এই টুর্নামেন্ট। তিন বছর পর ফাইনালে যেতে কমপক্ষে ৩-০ গোলে জিততে হবে তাদের। গত ডিসেম্বরে ইতিহাদে প্রিমিয়ার লীগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল ম্যান সিটি। আর সবশেষ এফএ কাপের ম্যাচে ট্রানমেয়ার রোভার্সকে ৬-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের পারদটা বাড়িয়ে নিয়েছে কোচ ওলে গানার সুলশারের দল। চলতি মৌসুমে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় রেড ডেভিলদের। সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৮০ বার মুখোমুখি হয়েছে ম্যান সিটি-ম্যানইউ। সিটিজেনদের জয় ৫৪টি, রেড ডেভিলদের ৭৪টি। আর ৫২টি ম্যাচ হয়েছে ড্র। সবশেষ পাঁচ সাক্ষাতে ৩টিতে জিতেছে ম্যানসিটি আর ম্যানইউ’র জয় দুটি।
জারাগোজার বিপক্ষে অনিশ্চিত বেল
স্প্যানিশ কোপা দেল রে টুর্নামেন্টের শেষ ষোলোতে আজ রিয়াল জারাগোজার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে অ্যাওয়ে ম্যাচটি মিস করতে পারেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। সালামাঙ্কার বিপক্ষে কোপা দেল রে’র রাউন্ড ৩২’র ম্যাচ খেলার সময় গোড়ালিতে মোচড় লাগে তার। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বেল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, শনিবার মাদ্রিদ ডার্বিতে ফিরতে পারেন তিনি। ডার্বিতে দেখা যেতে পারে ইডেন হ্যাজার্ডকেও। ২৬শে নভেম্বর চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে সবশেষ খেলেছিলেন হ্যাজার্ড। জারাগোজার বিপক্ষে ফেভারিট হিসেবে নামা রিয়াল সব প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচ জিতেছে। আর দলের বেলজিক গোলরক্ষক থিবো কুর্তোয়া শেষ ১১ ম্যাচের ৮টিতে ক্লিনশিট রেখেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status