বাংলারজমিন

পোরশায় ৫ শতাধিক আমগাছ কাটলো দুর্বৃত্তরা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

২০২০-০১-২৯

নওগাঁর পোরশায় কৃষকের আম্রপালী বাগানের শতাধিক আমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার জালুয়া গ্রামের মৃত কিফাতুল্লার ছেলে জালাল উদ্দিনের জালুয়া মৌজার চার বছর বয়সের ১০০টি ও সুতরইল মৌজার সদ্য লাগানো ৪৫০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছের মালিক জালাল উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে গাছগুলো কেটে ফেলতে পারে বলে তিনি মনে করছেন। আর এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status