খেলা

জোড়া গোলের পর কেন এমন উদযাপন নেইমারের!

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ১০:৩০ পূর্বাহ্ন

ফরাসি লীগ ওয়ানে রোববার লিলের বিপক্ষে ২-০ গোলে জেতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) । দুটি গোলই করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২৮তম মিনিটে প্রথম গোল। আর ৫২তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলের পর একটু ভিন্ন উদযাপন করেন নেইমার।  ডান হাতের দুই ও বাঁ হাতের চার আঙুল উঁচিয়ে ধরেন। ‘২৪’ সংখ্যাটি বোঝাতে চেয়েছেন তিনি।

বাস্কেটবল লিজেন্ড কোব ব্রায়ান্টের জার্সি নম্বর ২৪। রোববার সকালে লস অ্যাঞ্জেলেসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রায়ান্ট ও তার ১৩ বছরের মেয়ে জিয়ান্না নিহত হন। তাকে শ্রদ্ধা জানাতেই এমন উদযাপন করেন নেইমার।

এলএ লেকার্স’র সাবেক খেলোয়াড় ব্রায়ান্টের সঙ্গে নেইমারের পরিচয় ২০১৭তে। নিজের উদযাপন নিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘হাফ টাইমের সময় আমি খবরটা শুনি। শুধু বাস্কেটবল নয় সমগ্র ক্রীড়া জগতের জন্যই এটা অতীব দুঃখের খবর। আমি তাকে চিনতাম। উদযাপনটা তার জন্যই। আশা করি পরপারে শান্তিতে থাকবেন তিনি।’

লিলকে হারানোর সুবাদে ২১ ম্যাচে পিএসজির পয়েন্ট দাঁড়ালো ৫২। তাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে মার্শেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status