খেলা

আবারো অসহায় আত্মসমর্পণ কিউইদের

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

ঘরের মাঠেও ভারতের কাছে অসহায় নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৩ রান করে ৬ উইকেটে হার দেখে কিউইরা। আর গতকাল দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটের উড়ন্ত জয় পায় সফরকারী ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে আগে ব্যাট করে ১৩২ রানের মামুলি পুঁজি গড়ে নিউজিল্যান্ড। জবাবে ওপেনার লোকেশ রাহুলের হার না মানা ফিফটিতে লক্ষ্যটা ১৫ বল হাতে রেখেই টপকে যায় ভারত। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
রান তাড়ায় দলীয় ৮ রানে রোহিত শর্মাকে হারায় ভারত। ৬ বলে ৮ রান করে টিম সাউদির বলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ওপেনার। অধিনায়ক বিরাট কোহলিও (১১) সুবিধা করতে পারেননি। দলীয় ৩৯ রানে সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৮৬ রানের জুটিতে ভারতের জয়ের রাস্তা পরিষ্কার করে ফেলেন ওপেনার রাহুল। ৫০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। যাতে ছিল এক বাউন্ডারি ও তিন ছক্কার মার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভাতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২/৫ সংগ্রহ করে কিউইরা।  ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। পেসার জসপ্রিত বুমরাহ ২১ রানে নেন এক উইকেট।
এদিন শুরুটা খারাপ ছিল না নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ৬ ওভারে আসে ৪৮ রান। মার্টিন গাপটিলকে কোহলির ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন পেসার শার্দুল ঠাকুর। ২০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রান করেন গাপটিল। ৩৩ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। রবীন্দ্র জাদেজার স্পিনে সাজঘরে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন (২০ বলে ১৪) ও কলিন ডি গ্র্যান্ডহোম (৫ বলে ৩)। এর আগে কলিন মানরোকে (২৫ বলে ২৬) ফেরান শিবম দুবে। অভিজ্ঞ রস টেইলরও ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ১৮ রান করে বুমরাহর শিকারে পরিণত হন তিনি। উইকেটরক্ষক টিম সেইফার্টের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে ১৩২-এ থামে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২৯শে জানুয়ারি।
নিউজিল্যান্ডে ‘প্রথম’ সিরিজ জয়ের হাতছানি ভারতের
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। আর সুযোগটা হ্যামিল্টনে তৃতীয় ম্যাচেই কাজে লাগাতে চায় তারা। এর আগে দুবার নিউজিল্যান্ডে সিরিজ খেলে হারে ভারত। প্রথমবার ২০০৮/০৯ মৌসুমে। দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় ধোনি-শচীনরা। ২০১৮-১৯ মৌসুমে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে ভারত। এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজে ১০ ম্যাচে ৫টিই জেতে নিউজিল্যান্ড। ভারতের জয় ছিল তিনটি। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ভারত। ৮ জয়ে এগিয়ে কিউইরা। প্রথমবারের মতো ভারতের কাছে টানা দুই টি-টোয়েন্টিতে হার দেখলো নিউজিল্যান্ড।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status