খেলা

‘এশিয়া কাপ দিয়ে বাংলাদেশকে রাজি করেনি পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক

২০২০-০১-২৬

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের দাবি, বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেয়ার শর্তে তাদের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শোয়েব আখতারের এমন মন্তব্যের কঠোর বিরোধিতা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। গতকাল তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে ওয়াসিম খান জানিয়েছেন, এমন কোনো আলোচনা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে।
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা হয়েছে অনেক। বাংলাদেশের যেতে আপত্তি ছিল না, তবে শুরুতে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি ছিল বিসিবি। অনেক নাটক শেষে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছে এবং তিন ধাপে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে টেস্ট ও এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। কিন্তু সব ঠিক হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার পেছনে আছে ‘অন্য কারণ’। এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে গেলেও চিরশত্রু ভারতকে তাদের মাটিতে খেলানো একরকম অসম্ভব। রাজনৈতিক  বৈরীতা তো আছেই, তাছাড়া নিরাপত্তার বিষয়টিও মোটা দাগে দেখা হচ্ছে। আর ভারতকে ছাড়া এশিয়া কাপ চিন্তা করাটাও কঠিন। সেই হিসেবে পাকিস্তানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কোথায়? সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। পাকিস্তানেরও আপত্তি নেই। কথাটা স্পষ্টই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না তারা (ভারত) আসবে পাকিস্তানে খেলতে। তাদের জন্য আমাদের সংযুক্ত আরব আমিরাতে খেলতে আপত্তি নেই।’ কিন্তু বাংলাদেশে আয়োজনের কথা যে শোনা যাচ্ছে? তাছাড়া বাংলাদেশের পাকিস্তান সফর করার পেছনেও নাকি আছে এশিয়া কাপ আয়োজক হওয়ার শর্ত! ওয়াসিম উড়িয়ে দিলেন এই গুজব, ‘বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেয়ার যে চুক্তির কথা শোনা যাচ্ছে, সেটা সঠিক নয়। পুরোপুরি মিথ্যা। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি।’ তাছাড়া বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলোচনার সুযোগও দেখেন না পিসিবির এই কর্তা। বলেন ‘দেখুন এশিয়া কাপ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা, আর আমরা এটার আয়োজক হয়েছি। কোনও দেশের পক্ষেই আয়োজক নির্ধারণের সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। এটা করতে পারবে শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল।’ বাংলাদেশকে নিতে পেরেছে দেশে, এবার পিসিবির লক্ষ্য দক্ষিণ আফ্রিকা, ‘দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আসার কথা-বার্তাও চলছে। এমসিসি একাদশ আসবে ১৩ই ফেব্রুয়ারি, তারা আসছে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status