মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (১১ মাস আগে) জানুয়ারি ২৬, ২০২০, রোববার, ৮:৩৩ পূর্বাহ্ন
সৌদি আরবে করোনা ভাইরাস আক্রমণের খবর অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বৃহসপতিবার এক বিবৃতিতে দেশটি জানায়, তুরস্কের আনাদলুসহ যেসব গণমাধ্যমগুলোতে সৌদিতে করোনা ভাইরাস আক্রমণের খবর প্রকাশিত হচ্ছে তা অসত্য। সেগুলোকে মার্স ভাইরাস বলে দাবি করে সৌদি আরবের মন্ত্রণালয়টি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি হাসপাতালে ভারতীয় নার্স করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য কাজ করছেন। তার সেবায় ওই রোগীরা সুস্থ হয়ে উঠেছে বলেও দাবি করে ভারত। তবে সৌদি আরবের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এ নিয়ে একটি টুইট বার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়, সৌদি আরবের মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারত যে রোগের কথা বলছে তা মিডল ইস্ট রেসপারেটরি সিনড্রম বা মার্স। আক্রান্তরা ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।