খেলা

রমিজের চোখে বাংলাদেশের যে তিন ক্রিকেটার ‘বিপজ্জনক’

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তান সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‌্যাঙ্কিং বিচারে পাকিস্তান ‘ফেভারিট’। তবে ক্রিকেটের বোদ্ধা-বিশ্লেষক রমিজ রাজা মনে করেন বাংলাদেশের তিন ক্রিকেটার ব্যবধান গড়ে দিতে পারেন এই সিরিজে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদুল্লাহ পাকিস্তানের জন্য ভীষণ কঠিন হয়ে উঠতে পারেন। এ তিন ক্রিকেটারের ওপর আমাদের চোখ রাখতে হবে।’
সদ্য সমাপ্ত বিপিএল-এ মোস্তাফিজের শিকার সর্বাধিক ২০ উইকেট। রমিজ বলেন, ‘মোস্তাফিজের মধ্যে অন্য ব্যাপার আছে। সে তরুণ, পরিশ্রমী। ওয়ানডে পরিসংখ্যান দারুণ। পেসেও ভালো বৈচিত্র্য আনতে পারে। গতির কারণে তার সিমের ডেলিভারিগুলোও বেশ ভালো। বাঁহাতের অ্যাঙ্গেল (কোণের ব্যবহার) থেকেও বেশ সাহায্য পেয়ে থাকে। সে ্পূর্ণ এক প্যাকেজের পরিপূর্ণ বোলার। তার ফর্ম বাংলাদেশের ভালো করার নিয়ামক হয়ে উঠতে পারে।’ রিয়াদকে নিয়ে রমিজের ব্যাখ্যা, ‘মাহমুদুল্লাহর ফর্ম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেতৃত্বের কারণে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়। আমার মনে হয় মাহমুদুল্লাহর কাছ থেকে এমন কিছু দেখা যেতে পারে।’
বিপিএলটা ভালো কেটেছে তামিম ইকবালেরও। ইনফর্ম এই বাঁহাতি ওপেনারকে নিয়ে রমিজের বিশ্লেষণ, তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্রমণের সময় দেখতে দারুণ লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status