বাংলারজমিন

সিলেট কারাগারে মকসুদ, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:০৪ পূর্বাহ্ন

সিলেটে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুরমা থানা পুলিশ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। তিনি মানবজমিনকে জানিয়েছেন- রাতে র‌্যাবের হাতে আটক হওয়া মকসুদকে পুলিশে সোপর্দ করা হয়। পরে গতকাল দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর রেলগেইট এলাকা থেকে র‌্যাবের একটি দল মকসুদকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে মকসুদকে গ্রেপ্তারের কথা জানানো হয়। বিএনপি নেতারা জানিয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে সিলেটে এসে গত সোমবার বিকালে দক্ষিণ সুরমায় সভা করেন। সেখান থেকে ফেরার পথে ছাত্রদল নেতাদের সামনেই তাকে তুলে নিয়ে যায় র‌্যাব। এদিকে- সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি গত সোমবার রাতে নগরীর কাজিরবাজার এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, আব্দুস সালাম টিপু, কামরান আহমেদ, জেলা সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, তানভীর আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক আবদুল মুমিন লস্কর, আলী আকবর রাজন ও সদরুল ইসলাম লোকমান প্রমুখ।
যুবদলের বিক্ষোভ: সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। মিছিলটি গত সোমবার রাতে নগরীর বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত তারেকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর যুবদলের সদস্যদের মধ্য থেকে আনোয়ার হোসেন মানিক, আক্তার আহমদ, তফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দীন ফরহাদ, সাহিবুর রহমান সুজান, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, আব্দুল্লাহ সফি সাহেদ, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মির্জা সম্রাট, উসমান গনী, জিএম বাপ্পি, রেজওয়ান আহমদ,  আমিনুল ইসলাম আমীন ও  এসএম পলাশ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status