বিশ্বজমিন

ভারতের অর্থমন্ত্রীর মুখে তসলিমার নাম, নানা আলোচনা

মানবজমিন ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, সোমবার, ১২:৫৬ অপরাহ্ন

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের উদাহরণ টেনেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। আর তা থেকেই আলোচনার শুরু। গুঞ্জন উঠেছে, ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন তসলিমা। রোববার পাকিস্তানী বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী আদনান সামীর সাথে তসলিমার কথা টানেন সীতারামান। সামিকে ২০১৬ সালে নাগরিকত্ব প্রদান করে ভারত সরকার। তসলিমা বহু বছর ধরে ভারতে রেসিডেন্স পারমিটে অবস্থান করছেন। সম্প্রতি সিএএর সমর্থনে কথাও বলেছেন তিনি। তাই অনেকেই সীতারামানের কথায় তসলিমার নাগরিকত্ব পাওয়ার ইঙ্গিত দেখছেন।

ভারতজুড়ে সিএএ-বিরোধী বিক্ষোভ চলছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ছয় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীকে নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে। তবে সে তালিকায় নেই মুসলিমরা। এতে আইনটি ধর্মীয় বিভাজনমূলক বলে তীব্র সমালোচনার শিকার হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রোববার এক অনুষ্ঠানে আইনটির স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে আদনান সামি ও তসলিমা নাসরিনের উদাহরণ টেনে আনেন ভারতীয় অর্থমন্ত্রী।

সীতারামান বলেন, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯১ আফগান মুসলিম, ১৫৯৫ পাকিস্তানি অভিবাসীকে নাগরিকত্ব দেয়া হয়েছে। এ সময়ের মধ্যেই আদনান সামিকেও নাগরিকত্ব দেয়া হয়েছে। এটা একটা দৃষ্টান্ত। তসলিমা নাসরিন আরো একটা উদাহরণ। এতে প্রমাণ হয় যে, আমাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভুল।

নিজের কথায় সীতারামান ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তসলিমা নাসরিন ১৯৯৪ সালে প্রাণনাশের হুমকির মুখে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে যান। ২০০৪ সাল থেকে সেখানে রেসিডেন্স ভিসায় বাস করছেন তিনি। এর আগে একাধিকবার নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। সম্প্রতি কেরালায় এক অনুষ্ঠানে সিএএ-র পক্ষে কথা বলতে দেখা গেছে তাকে। তিনি আইনটিকে মহৎ ও অত্যন্ত ভালো বলে আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কী তবে তসলিমাকে নাগরিকত্ব দিতে যাচ্ছে ভারত?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status