বাংলারজমিন

নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেলো ২৭ কিশোর

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৮:২৫ পূর্বাহ্ন

নরসিংদী মাধবদীর শেখেরচরে ৪০ দিন জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ২৭ জন কিশোর ১টি করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে।
গত শুক্রবার জুমার নামাজের পর বিজয়ী কিশোরদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। শেখেরচর (বাবুরহাট) বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক বাচ্চু, কোষাধ্যক্ষ আলহাজ মুখলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী জানান, মাস দুয়েক আগে তিনি জুমার নামাজে এলাকার শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে ঘোষণা করেন। যারা টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। এই ঘোষণার পর থেকে ওই এলাকার ছেলেরা মসজিদে এসে নামাজ আদায়ে আগ্রহী হয়ে উঠে। তিনি নিজেই কিশোরদের উপস্থিতি খাতায় হাজিরা নেন। শুরুতে অনেকেই এতে থাকলেও টানা ৪০ দিনের হিসেবে অনেকেই বাদ পড়ে সর্বশেষ ২৭ জন টিকে থাকে। এর মাঝে অনেকে শিক্ষার্থী রয়েছেন।
কিশোররা জানায়, খতিব সাহেবের ঘোষণা দেয়া শুধুমাত্র পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই তারা নামাজ আদায় করেছে। তবে পুরস্কারের ঘোষণাটা তাদের মাঝে একটা আগ্রহের কারণ হিসেবে কাজ করেছে। বিগত এই সময়ে তারা নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে বলে তারা জানায়।
এই সুন্দর উদ্যোগে স্থানীয়রা স্বাগত জানান ও হুজুরের এ কার্যক্রম কিশোরদের প্রতি নামাজ আদায় করার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। কিশোরদের জন্য মসজিদ সবসময় এক রকম মুখরিত হয়ে থাকতো। এ ধরনের পদক্ষেপ সারাদেশের সকল ইমামদের নেয়া উচিত। এছাড়াও মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন সামাজিক ব্যক্তিবর্গরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status